T দিয়ে মুসলিম ছেলেদের নাম | ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম । থ দিয়ে ছেলে এবং মেয়েদের নাম



 প্রেগনেন্সি টেস্ট কার্ডে দুটি দাগ মানে (পজেটিভ ) শুরু হয়ে গেলো পরিবারে খুশির ফোয়ারা । দম্পতি গুনতে থাকে এক সপ্তাহ দুই সপ্তাহ একমাস দুই মাস তাদের যেন সময়ই , কাটেনা (নয় মাস দশদিন) কবে পার হবে আর আসবে নতুন অতিথি ।এবং এর সাথে সাথেই প্রস্তুতি নিতে থাকে  অন্যান্য বিষয়ে যথা মায়ের স্বাস্থ্য সঠিক পুষ্টিকর খাবার,  মাসে মাসে USG করে গর্ভস্থ শিশুর  স্বাস্থ্য পরীক্ষা । এবং এর মধ্যে তাদের আদরের শিশুর নাম কি রাখা হবে সেই বিষয়ে  গুরুত্ব দেওয়া । আগের সময়ে বাড়ির গুরুজনেরা নাম রাখতেন , এখনো অনেক পরিবারে সেই প্রথা বিদ্যমান। তবে সন্তানের নাম করণ শিশুর পিতার করা উত্তম, শিশুর মাতা এবং পিতা এক সঙ্গে ভাবনাচিন্তা করে রাখতে পারেন।


নাম করণ করার সময়  কিছু বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া দরকার, নামটি ছোট হতে হবে, সঠিক অর্থ থাকতে হবে, ইসলামিক হতে হবে,সহজ হতে হবে সুন্দর হতে হবে, স্টাইলিস হতে হবে  আরও অন্যান্য বিষয়ের দিকে খেয়াল রেখে  নাম রাখা উত্তম।


আজকে T দিয়ে ছেলেদের কিছু সুন্দর নাম দেওয়া হলো ,এর মধ্যে যেকোনো একটি নাম পছন্দ করে সেই নামটি সিলেক্ট করতে পারেন আপনার  আদরের রাজকুমারের জন্য। ত অথবা থ দিয়ে সুন্দর ইসলামিক নাম।

T দিয়ে মুসলিম ছেলেদের নাম

T দিয়ে ছেলেদের ইসলামিক নাম

T দিয়ে ছেলেদের নাম

Th দিয়ে ছেলেদের নাম

Th দিয়ে মেয়েদের নাম

ত দিয়ে  মুসলিম ছেলেদের নামের তালিকা

ত দিয়ে মুসলিম ছেলেদের নাম

ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম

থ দিয়ে মেয়েদের নাম

থ দিয়ে ছেলেদের নাম


T দিয়ে মুসলিম ছেলেদের নামের তালিকা


1. Toha ~ ত্বহা-◆ পবিত্র কোরআনের একটি সূরার নাম।


2. Tahir ~ তাহির ◆ পবিত্র


3. Tanvir ~ তানভীর ◆ জ্ঞানগর্ভ 


4. Tamim ~ তামীম ◆ পূর্ণাঙ্গ, নিখুঁত


5. Rakib ~ তালিব ◆ অনুসন্ধানকার


6. Tawkir ~ তওকীর ◆ সম্মান / শ্রদ্ধা


7.   Taslim ~ তসলীম ◆ অভিবাদন


8.  Tahammul  ~ তাহাম্মুল ◆ ধৈর্য


9. Talal ~ তালাল  ◆  বন্ধু


10. Tabib ~ তবীব ◆ চিকিৎসক


11. Tameej ~ তমীজ ◆ পার্থক্য


12. Tayef  ~ তায়েফ ◆ প্রদক্ষিণ কারি


13. Tarik ~ তরীক ◆ পথ বা পদ্ধতি


14. Tarif  ~ তরীফ◆ বিরল জিনিস


15. Tajammul ~ তাজাম্মুল ◆ মর্যাদা


16. Tajwar ~ তাজওয়ার ◆ রাজা


17. Talal  ~ তালাল ◆  প্রশংসনীয়


18. Tarik  ~ তারিক ◆ নাম


19. Tanjim  ~ তানযীম ◆  সুবিন্যাসকার


20. Tafajjal ~ তাফাজ্জল ◆ বদান্যতা


21. Tamjid ~ তামজীদ ◆প্রশংসা


22. Tanvir ~ তানভীর ◆ আলোকিত


23. Tawsif  ~ তওসীফ ◆ প্রশংসা


24. Tawhid ~ তাওহীদ◆ একত্ববাদ


25. Takrim ~ তাকরীম◆ সম্মানপ্রদান


26. Taki ~ তাকী ◆ খোদাভীরু


27. Taskin ~ তাসকীন ◆ শান্তিদান


28. Taslim ~ তাসলীম◆ সালাম, সমর্পণ


29. Tajammel ~ তাজাম্মল ◆ শোভা


30. Taj ~ তাজ ◆ মুকুট


31. Talal wasim ~ তালাল ওয়াসিম ◆চমৎকার সুন্দর গঠন


32. Tahmid~ তাহমীদ ◆ সর্বক্ষণ আল্লাহর প্রশংসাকারী


33. Talal wajih ~ তালাল ওয়াজীহ ◆ চমৎকার সুন্দর


34. Taokir tajammul ~ তওকীর তাজাম্মুল ◆ সম্মান মর্যাদা


35. Taki Tajwar ~ তকী তাজওয়ার ◆ ধার্মিক রাজা


36. Taki Yeasin ~ তকী ইয়াসির ◆ ধার্মিক রাজা


37. Tusar ~ তুষার ◆ বরফ কনা


38. Tarik ~ তারিক ◆ রাতের আগন্তুক


39. Tahmid ~ তাহমিদ ◆ প্রতিনিয়ত


40. Tamim ~ তামীম ◆ পরিপূর্ণ


41. Takki ~ তাক্বী ◆ সতর্কতা অবলম্বনকারী


42. Tarikh ~ তারীখ ◆ ইতিহাস


43. Tahsin ~ তাহসিন ◆ কৃতজ্ঞতা 


44. Tusar Wajib ~ তুষার ওয়াজীহ ◆ বরফকনা সুন্দর


45. Tanvir Mahtab ~ তানভির মাহতাব ◆ আলোকিত চাঁদ


46. Tahir Absar ~ তাহির আবসার ◆ বিশুদ্ধ দৃষ্টি


47. Tanvir Anjum ~ তানভির আনজুম ◆ আলোকিত তারা


48. Tahir Anjum ~ তাহির আনজুম ◆ আলোকিত তারা


49. Tahir Mahtab ~ তাহির মাহতাব ◆ আলোকিত চাঁদ


50. Talib Tajwar  ~ তালিব তাজওয়ার ◆অনুসন্ধানকারী রাজা


51. Talib Absar ~ তালিব আবসার ◆ অনুসন্ধানকারী দৃষ্টি


52. Taifur Rahaman ~ তাইফুর রহমান ◆ আল্লাহর দিকে পরিভ্রমণকারী।


53. Taibur Rahaman ~ তাইবুর রহমান◆  আল্লাহর নিকট তাওবাকারী


54. Taimur Rahaman ~ তাইমুর রহমান◆ করুণাময় আল্লাহর দাস


55. Tawsif ~ তাওসিফ ◆ গুণকীর্তন


56. Tanver ~ তানভীর◆ আলোকিতকরণ


57. Tanjim ~ তানযীম◆ ব্যবস্থাপনা


58. Tofajjl ~ তোফাজ্জল ◆অনুগ্রহ, মর্যাদা


59. Tanim ~ তানীম ◆  আরামদান


60. Tanin ~ তানীন ◆ ঝংকার, গুঞ্জন


61. Tabark ~ তাবারক◆ বরকত


62. Tamjid ~ তামজীদ ◆গৌরব বর্ণনা


63. Tahir ~ তাহির ◆ বিশুদ্ধ ~ পবিত্র


64. Tarek ~ তারেক◆ শুকতারা


65. Taleb ~ তালেব ◆ অনুসরণকারী


66. Tashfik ~ তাশফীক ◆ স্নেহ, দয়া


67. Tasnim ~ তাসনিম◆জান্নাতের সুমধুর পানীয়


68. Tahsin ~ তাহসিন◆ উন্নয়ন, উন্নতি


69. Taher ~ তাহের ◆পবিত্র, নির্মল


70. Tofayel ~ তোফায়েল ◆ ছোট শিশু


71. Toukir ~ তৌকির ◆ সম্মান, মর্যাদা

 

নিচে কিছু থ দিয়ে ছেলে ও মেয়েদের  নাম (বাংলা নাম) দেওয়া হলো।(এই নাম গুলির ইসলামিক  অর্থ নেই , বাংলা অর্থ দেওয়া হলো )



1. Thahiya ~ থাহিয়া ◆ সোনা


2. Thakuma ~ থাঞ্জুমা ◆ অনান্য


3. Thamiye ~থামিয়া ◆ ধীরে


4. This ~ থিবা ◆ সৌন্দর্য


5. Thaku ~ থাকু ◆ অবস্থান


6.Thuya ~থুয়া ◆ পবিত্র, স্বচ্ছ


7. Thamrin ~ থারিন ◆ সৌন্দর্য


8. Thara ~থারা ◆ ধন


9.Thamra ~ থামরা ◆ সুন্দর পরী


10. Thanai ~ থানসী ◆ একাগ্র


11. Thakna ~ থাইনা ◆ টিউলিপ ফুল


12. Themla ~ থেলমা ◆ ইচ্ছাশক্তি


আশা করা যায় উপরের ত এবং থ দিয়ে নাম গুলো আপনার খুব পছন্দ হয়েছে , আপনার ছেলের জন্য একটি সুন্দর নামও পছন্দ করেছেন । কোন নামটি  হলো আপনার রাজকুমারের  নামের মধ্যে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না । আর যেতে যেতে আমাদের ফলো করুন । আমাদের এই সাইটে আপনাকে আবার স্বাগত জানাই  ভালো থাকবেন।