যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সে তার পরিচয় নিয়ে জন্মায় না (Like a blank page) । ধীরে ধীরে তার পরিচিতি লাভ করে , প্রথম তার পরিচয় শুরু হয় তার নাম দিয়ে , তাই নামকরন হলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় । অনেক পিতা মাতা আছেন তার শিশুর যেকোনো একটি নাম রেখে দেন কিন্তু এই ক্ষেত্রে শিশুটিকে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাম অনেক বড়ো রেখেছে , বড়ো নামের অনেক সমস্যা লিখতে গিয়ে জায়গার অভাব আবার বানান ভুলের অসংখ্য থাকে , অনেক ক্ষেত্রে এমন একটি নাম রাখলেন যে নামটি নিয়ে বাচ্চাকে স্কুলে অন্য বাচ্চারা কটূক্তি করতে পারে , আবার এমন একটি নাম রাখলেন যার কোনো প্রকৃত অর্থেই নেই ।
আবার অন্য দিকে কিছু সচেতন পিতা মাতা আছেন তারা বিয়ের পর থেকেই তাদের শিশুর নাম কি রাখবেন তা ঠিক করে রাখেন কন্যা সন্তান হল এই নাম আর পুত্র সন্তান হলে এই নাম , এবং নামের প্রকৃত অর্থ জেনে তার পর নাম রাখেন।
অনেক পিতামাতা আছেন যারা তাদের আদরের সন্তানের নাম তাদের নামের সঙ্গে মিলিয়ে রাখতে চান যেমন - কন্যা সন্তান হলে তার বাবার নামের র্সঙ্গে এবং পুত্র সন্তান হলে তার মায়ের নামের সঙ্গে মিলিয়ে রাখেন ।আবার অনেক পরিবার আছেন তার নাম বাড়িতে অনুষ্টান করে রীতি নীতি মেনে রাখা হয় । অনেক মুসলিম পরিবার আছে যারা আকিকাহ দিয়ে তাদের আদরের বাচ্চার নাম রাখবেন ।
নাম নির্বাচন করার ক্ষেত্রে কিছু বিষয়ের উপর অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার-
1. নামটি ছোট হতে হবে মানে এক থেকে দুই শব্দের হতে হবে ।
2. নামটি সহজ হতে হবে মানে কোনো যুক্তাক্ষর ছাড়া ।
3. অর্থপূর্ণ হতে হবে ।
4. মুসলিমদের ক্ষেত্রে নামটি ইসলামিক হতে হবে।
5. নামটি শ্রুতিমধুর হতে হবে ।
এই ছিল মূল কয়েকটি সাবধানতা ,এছাড়াও আরো অন্যান্য বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এখন তাড়াতাড়ি নীচে গিয়ে আপনার আদরের সোনামনির জন্য র দিয়ে একটি সুন্দর নাম পছন্দ করে ফেলুন ।
R দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম
র দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম
র দিয়ে ছেলেদের নাম
R দিয়ে ছেলেদের নাম
র দিয়ে ছেলেদের ইসলামিক নাম
R দিয়ে ছেলেদের ইসলামিক নাম
র দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম
■ রাহমান ◆ দয়ালু
■ রাহমাত ◆ দয়া
■ রাফাত ◆ দয়া
■ রাহাত ◆ স্বাচ্ছন্দ্য
■ রাহীম ◆ দয়ালু
■ রাইস ◆ ভদ্রব্যক্তি
■ রওনাক ◆ সৌন্দর্য
■ রশীদ ◆ সঠিক পথে পরিচালিত
■ রফিক ◆ বন্ধু
■ রাগীব ◆ আকাঙ্থিত
■ রাকীন ◆ শ্রদ্ধাশীল
■ রমীজ ◆ প্রতীক
■ রাফীদ ◆ প্রতিনিধি
■ রিজওয়ান ◆ সন্তুষ্টি
■ রাদ ◆ উপদেষ্টা
■ রায়হান ◆ সুগন্ধী ফুল
■ রবীউল হাসান ◆ ইসলামের বসন্তকাল
■ রাকা ◆ পূর্নিমা
■ রফিক ◆ বন্ধু
■ রাহাত ◆ স্বাচ্ছন্দ্য
■ রাশীদ ◆ সরল,শুভ
■ রাহীম ◆ দয়ালু
■ রুকুনদ্দীন ◆ দ্বীনের স্ফুলিঙ্গ
■ রাশহা ◆ ফলের রস
■ রাশাদ ◆ যথার্থতা
■ রাব্বানী ◆ স্বর্গীয়
■ রাকীব ◆ অশ্বারোহী
■ রায়হানুদ্দীন ◆ দ্বীনের বিজয়ী
■ রঈসুদ্দীন ◆ দ্বীনের সাহায্যকারী
■ রজনী ◆ রাত
■ রাজিব ◆ সন্তুষ্ট
■ রাকীব ◆ অশ্বারোহী
■ রশিদ ◆ ধার্মিক
■ রাশিদ আবিদ ◆ সঠিক ইবাদতকারী
■ রশিদ আবরার ◆ সঠিক পথে পরিচালিত ন্যায়বান
■ রাশিদ আহবাব ◆ সঠিক পথে পরিচালিত বন্ধু
■ রশিদ আমের ◆ সঠিক পথে পরিচালিত শাষক
■ রাশিদ আনজুম ◆ সঠিক পথে পরিচালিত তারা
■ রাশিদ আরিফ ◆ সঠিক পথে পরিচালিত জ্ঞানী
■ রাশিদ আসেফ ◆ সঠিক পথে পরিচালিত যোগ্যব্যক্তি
■ রাশিদ লুকমান ◆ সঠিক পথে পরিচালিত জ্ঞানী ব্যক্তি
■ রাশিদ মুবাররাত ◆ সঠিক পথে পরিচালিত ধার্মিক
■ রাশিদ মুজাহিদ ◆ সঠিক পথে পরিচালিত ধর্ম যোদ্ধা
■ রাশিদ মুতাহাম্মিল ◆ সঠিক পথে পরিচালিত ধৈর্যশীল
■ রাশিদ মুতারাদ্দীদ ◆ সঠিক পথে পরিচালিত চিন্তাশীল
■ রাশিদ মুতারাসসীদ ◆ সঠিক পথে পরিচালিত লক্ষ্যকারী
■ রাশীদ নাইব ◆ সঠিক পথে পরিচালিত প্রতিনিধি
■ রাশিদ শাবাব ◆ সঠিক পথে পরিচালিত জীবনের শ্রেষ্ঠ
■ রাশিদ শাহরিয়ার ◆ সঠিক পথে পরিচালিত রাজা
■ রাশিদ তাজওয়ার ◆ সঠিক পথে পরিচালিত রাজা
■ রাশিদ তালিব ◆ সঠিক পথে পরিচালিত অনুসন্ধানকারি
■ রাশিদ তকী ◆ সঠিক পথে পরিচালিত ধার্মিক
■ রফিকুল হাসান ◆ সুন্দেরের উচ্চ
■ রফিকুল ইসলাম ◆ ইসলামের মহত্ত্ব
■ রফিউদ্দীন ◆ দ্বীনের সুগন্ধী ফুল
■ রাগীব আবিদ ◆ আকাঙ্গ্ক্ষিত এবাদতকারী
■ রাগীব আখলাক ◆ আকাঙ্গ্ক্ষীত চারিত্রিক
■ রাগীব আখইয়ার ◆ আকাঙ্গ্ক্ষি চমৎকার মানুষ
■ রাগীব আখতার ◆ আকাঙ্ক্ষিত তারা
■ রাগীব আমের ◆ আকাঙ্গ্ক্ষিত শাসক
■ রাগীব আনিস ◆ আকাঙ্গ্ক্ষিত বন্ধু
■ রাগীব আনজুম ◆ আকাঙ্ক্ষিত তারা
■ রাগীব আনসার ◆ আকাঙ্গ্ক্ষিত ব্ন্ধু
■ রাগীব আসেব ◆ আকাঙ্গ্ক্ষি যোগ্যব্যক্তি
■ রাগীব আশহাব ◆ আকাঙ্গ্ক্ষিত বীর
■ রাগীব বরকত ◆ আকাঙ্গ্ক্ষিত সৌভাগ্য
■ রাগীব হাসিন ◆ আকাঙ্গ্ক্ষিত সুন্দর
■ রাগীব ইশরাক ◆ আকাঙ্ক্ষিত সকাল
■ রাগীব মাহতাব ◆ আকাঙ্ক্ষিত চাঁদ
■ রাগীব মোহসেন ◆ আকাঙ্ক্ষিত উপকারী
■ রাগীব মুবাররাত ◆ আকাঙ্ক্ষিত ধার্মিক
■ রাগীব মুহিব ◆ আকাঙ্ক্ষিত প্রেমিক
■ রাগীব নাদের ◆ আকাঙ্ক্ষিত প্রিয়
■ রাগীব নিহাল ◆ আকাঙ্ক্ষিত চারা গাছ
■ রাগীব নূর ◆ আকাঙ্ক্ষিত আলো
■ রাগীব রহমত ◆ আকাঙ্ক্ষিত দয়া
■ রাগীব রওনক ◆ আকাঙ্ক্ষিত সৌন্দর্য
■ রাগীব সাহরিয়ার ◆ আকাঙ্ক্ষিত রাজা
■ রাগীব শাকিল ◆ আকাঙ্ক্ষিত সুপরুষ
■ রাগীব ইয়াসার ◆ আকাঙ্ক্ষিত সম্পদ
■ রাগীব নাদিম ◆ আকাঙ্ক্ষিত সংগী
■ রাউফ ◆ স্নেহশীল
■ রাগীব আবসার ◆ আকাঙ্ক্ষিত দৃষ্টি