Life Changing Motivation quotes in Bangla
একটি মুহূর্ত একটি দিনকে বদলে দিতে পারে, একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে আর একটি জীবন গোটা দুনিয়াকে বদলে দিতে পারে ।
যখন তোমার why টি ক্লিয়ার থাকবে তখন তোমার how টি ইজি হয়ে যাবে ।
কেন ভয় পাবো যে জীবনে কি হবে, প্রতিমুহূর্ত কেন ভাববো যে খারাপ কেছুই হবে চলতে আছি আমি নিজের লক্ষের উদ্দেশ্যে যদি কিছু নাও পাই তাহলেও কি আভিগত্যা নুতন কিছু তৈরি হবে ।
অমি খুবই সাধারণ একজন মানুষ একটি অসাধারণ মাইন্ডসেটর সাথে, আমি এমন একটি সপ্ন খুঁজে পেয়েছি যেটি আমার রাতের ঘুমের থেকে অনেক বেশি মূল্যবান ।
দুনিয়ার প্রত্যেকটি লোক্ষ তোমাকে বলবে যে তুমি যেটা করছ সেটা ভুল কিন্তু তুমি সেটা করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো একদিন সেই লোক গুলোই এটা স্বীকার করে নেবে যে তুমি যেটা করছ সেটা একদম সঠিক এবং তারা তোমার জন্য তালিও বাজাবে ।
বিউটিফুল ফেস আমাদের চারপাশে ছড়িয়ে আছে কিন্তু একটি বিউটিফুল মাইন্ড সেটি খোঁজাই খুবই কষ্টকর ।
তুমি আমাকে বিশ্বাস করো আর নাই করো তোমার বেশির ভাগ বন্ধু গোপনে তোমাকে হিংসা করে ।
যদি সমস্যার উপরে ধ্যান লাগাও তাহলে লক্ষের উপর থেকে ধ্যান সরে যাবে আর যদি লক্ষের উপরে ধ্যান লাগাও তাহলে সমস্যা গুলো সব গায়েব হয়ে যাবে এখন তুমি দেখো যে তোমার ধ্যান তুমি তোথায় লাগিয়ে রেখেছ ।
সময় তোমার যদি চাও তাহলে সেটাকে সোনা বানিয়ে নাও নয়ত শুয়েই কাটিয়ে দাও ।
মুশকিল সময়ে পালিয়ে যাওয়া খুবই সহজ হয় জীবনের প্রতিটি ধাপে তোমাকে পরীক্ষা দিতে হয় ভয় পেয়েগেলে কিছুই পাওয়া যায় না এখানে কিন্তু লড়তে থাকলে কোনো কিছুই অসম্ভব না এখানে ।
যদি তুমি একটি রিচ পার্সন হতে চাও তাহলে সর্বপ্রথম রিচ পার্সন দের মত ভাবনাচিন্তা শুরু করো এটা খুব সহজ নয় কিন্তু খুব সিম্পল ।
জীবনে 2 রকম মানুষেরা অসফল হয়ে যায় এক তারা যারা চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করে না আর দ্বিতীয় তারা যারা কাজ করে কিন্তু চিন্তাভাবনা করে না ।
সপ্ন আর লক্ষের মধ্যে একটাই অন্তর, সপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম চাই, আর লক্ষের জন্য বিনা ঘুমের পরিশ্রম চাই ।
নিজের সিক্রেট কখনোই কারো সাথে শেয়ার করো না, সেটা তোমাকে ডিষ্ট্রয় করে দেবে ।
অধেক জীবন আমার কাটিয়ে দেই পড়তে পড়তে আর শেষে শিখি কি অন্যদেরকে ছোটো করা ।
আসল জিরিসগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু নকল জিনিস গুলো ছড়িয়ে আছে সবজায়গাতে ।
যদি তুমি একটি পেন্সিল হয়ে কারোর খুশি না লিখতে পারো, তাহলে চেষ্টা করো একটি ভালো রবার হয়ে দুঃখ মুছে দেওয়ার ।
যদি খারাপ কিছু কারার চিন্তা আসে মনে তাহলে সেটা কালকে করার কথা ভাবো আর যদি ভালো কিছু করার খেয়াল আসে তাহলে সেটা আজ এখনই করার চেষ্টা করো ।
একটি খারপ বিষয় কখনোই এটা নিধারন করে না যে পুরো কাহিনীটাই খারাপ ।।