E দিয়ে ছেলে শিশুর সুন্দর ইসলামিক নাম । ই এবং ঈ দিয়ে ছেলে শিশুর সুন্দর ইসলামিক নাম Baby Name Bangla

ই - দিয়ে মুসলিম ছেলেদের ইসলামিক নামের তালিকা অর্থ সহ, মুসলিম শিশুদের আধুনিক সুন্দর নাম ও অর্থসহ।



প্রতিটি পিতা মাতা চাই তার সন্তানদের একটি সুন্দর নাম রাখতে । আর সুন্দর নাম বললেই তা সহজে পাওয়া যায় না । আর সেই পিতা মাতার কথা মাথায় রেখে আমরা করে চলেছি অসাধ্য সাধন । বিভিন্ন বই ঘেটে আমরা সুন্দর সুন্দর নাম বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি  এবং এই নামের সঠিক অর্থের । 


গর্ভাবস্থা থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন রকমের প্রস্ততি , গর্ভের বাচ্চার নাম কি রাখা হবে । ছেলে হলে কি নাম রাখা হবে , আর মেয়ে হলেই বা কি নাম রাখা হবে । মোটামুটি পুরো পরিবার এই নিয়ে ব্যাস্থ হয়ে পড়ে । এবং শুসুর শাশুড়ি  এবং তাদের বাড়ির লোকজন । আগের দিনে নাম নিয়ে এত মাতামাতি হতো না , 5 থেকে 6 মাসের আগে পরিবারের লোক জন পর্যন্ত জানতোনা । বর্তমান সময়ে বিভিন্ন রকম ইউরিন টেস্ট কিট মেডিকেল সপে পাওয়া যায় সেটা দিয়ে সহজেই  ঋতু বন্ধে র 15 দিনের মধ্যে বোজা যাচ্ছে । আগের দিন সেই সুযোগ ছিলোনা । আগের দিনে বাচ্চা হবার পরে তার নাম খোঁজা হতো ।যাইহোক এখন আমরা অনেক উন্নত বাচ্চা হবার আগেই গুগলে সার্চ মেরে  সহজেই একটি সুন্দর নাম সিলেক্ট করে ফেলতে পারি। আর সেই জন্য গুগল কেও আমাদের ধন্যবাদ দেওয়া দরকার ।


কিন্তু একটি সন্তানের সঠিক সহজ  নাম পছন্দ করা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ । নামটি যাতে হয় উচ্চারণে সহজ সরল, একটি সুন্দর অর্থ যুক্ত যা বাচ্চার ভবিষ্যত জীবনের উপর একটা ভাল প্রভাব ফেলে, তার দৃঢ় চরিত্র গড়ে তুলতে সাহায্য করে । আপনি সন্তানের পিতা মাতা হিসেবে চাইবেন যেনো আপনার বাচ্চার একটি সুন্দর নাম হয়, আর সেই নামটা নিয়ে কেউ যেন হাসাহাসি না করে । আর আপনাদের সব কথা মাথায় রেখে আমাদের এই উদ্যোগ ।তাই আপনাদের জন্য আজ ই এবং ঈ দিয়ে  বেশ কিছু নামের লিস্ট দিলাম ।তাই তাড়াতাড়ি নীচে যান এবং আপনার সোনামনির জন্য সুন্দর একটি ইসলামিক নাম পছন্দ করে ফেলুন ।


E দিয়ে ছেলে শিশুর সুন্দর ইসলামিক নাম । ই এবং ঈ দিয়ে ছেলে শিশুর সুন্দর ইসলামিক নাম


 

  1. ইত্তিহাদ - Ittihad - ঐক্য-একতা
  2. ইত্তেফাক - Ittifaq - একতা, মিলন
  3. ইবলাগ - Iblag - পৌঁছানো, অবহিত করা
  4. ইতহাফ - Ithaf - উপহার দান করা
  5. ইত্তিসাফ - Ittisaf - প্রশংসা, গুণ বর্ণনা
  6. ইতকান - Itcan - নিপুণ
  7. ইত্তিসাম - Ittisam - চিহ্নিত করা
  8. ইহতিয়াজ - Ihtiaj - প্রয়োজন
  9. ইবতিকার - Ibtikar - প্রত্যুশে আগমনণ করা
  10. ইহতিশাম - Ihtisham - সম্মান বা মর্যাদা
  11. ই’তিমাদ - Itimad - নির্ভর করা
  12. ইরফান - Irfan - মেধা,প্রজ্ঞা
  13. ইদরীস - Idrees - অত্যধিক পাঠকারী
  14. ইরতিযা - Irtija - পছন্দ করা
  15. ইয়াসীর - Yasir - আরাম, স্বাচ্ছন্দ্য
  16. ইববান - Ibban - সময়
  17. ইবতিদা - Ibtida - যেকোন কাজের আরম্ভ
  18. ইবতিসাম - Ibtisam - মুচকি হাসি দেওয়া
  19. ইবতিহাজ - Ibtinaj - সুখ, আনন্দ
  20. ইবতিহাল - Ibtihal - বিনয়ের সাথে দোয়া করা
  21. ইতিসাম - Itisam - দৃঢ়ভাবে ধারণ করা
  22. ইশফাক - Isfaque - করুনা দয়া
  23. ইমরান - Emran - সভ্যতা, বাসস্থানপূর্ণ
  24. ইরশাদ - Irshad - পথ দেখানো
  25. ইয়াহইয়া - Yahya - সে বাঁচে বা বাঁচবে
  26. ই’জায - Izaz - অপারগ করে দেয়া
  27. ইফতিখার - Iftikhar - গৌরবান্বিত বোধকরা
  28. ইমতিয়াজ - Imtiyaj - বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া
  29. ইমারত - Imarat - দেশ শাসন করা
  30. ইফাদ - Efadh - উপকার করা
  31. ইফতিখার - Iftikhar - গর্ব, সম্মান
  32. ইকরাম - Ikram - ইতিদানশীল
  33. ইলিয়াছ - Ilias - একজন নবীর নাম
  34. ইমাম - Imam - ধর্মীয় নেতা
  35. ইরফান - Irfan - তত্ত্বজ্ঞান
  36. ইফাজ - Efaz - উপকার করা  
  37. ইফতিখার - Eftekhar - গর্ব 
  38. ইহফাজ - Ehfaz - মুখস্থ করা,রক্ষা করা 
  39. ইহরাম) - Ehram - দৃঢ় সংকল্প  
  40. ইয্যু - Izz - মর্যাদা
  41. ইযযত - Izzat - ক্ষমতা, সম্মান
  42. ইসাম - Isam - শক্তি
  43. ইয়াফিস - Yafis - হযরত নূহ (আঃ) এর এক পুত্রের নাম
  44. ইয়াসীন - Yasin - কুরআনের একটি প্রসিদ্ধ সূরার নাম
  45. ইয়াকূত - Yacut - মূল্যবান পাথর বা রত্ন বিশেষ
  46. ইয়াকীন - Yakin - বিশ্বাস
  47. ইয়ামীন - Yamin - ডান, চুক্তি, শপথ
  48. ইয়াকুব - Ya’cub - একজন নবীর নাম
  49. ইউসুফ - Yusuf - একজন নবীর নাম
  50. ইউশা - Yusha - একজন নবীর নাম
  51. ইউনুস - Yunus - একজন নবীর নাম
  52. ইয়াহ ইয়া (ইয়াঝিয়া) - Yah’ia - একজন নবীর নাম
  53. ইয়াকতীন - Yactin - কদুগাছ, লাউগাছ
  54. ইয়াকযান - Yaczan - বিনিদ্রা
  55. উয়ুমন - Yumn - সৌভাগ্য
  56. ইউহান্না - Yuhanna - হযরত ঈসা (আ) এর সহচর
  57. ইয়ালমাযী - Yalmai - মেধাবী
  58. ইয়াসির - Yasir - ধনী, সাচ্ছন্দ্য
  59. ইয়ালা - Yala - সম্মানিত হবে
  60. ইহতিশামুল হক - Ihtishamul hoq - সত্যের মর্যাদা
  61. ইহযায আসিফ - Ihzaz asif - ভাগ্যবান যোগ্য ব্যক্তি
  62. ইজাযুল হক - Izazul hoq - সত্যের মু’জিয়া
  63. ই’যায আহমাদ - Izaz ahmed - অত্যধিক প্রশংসাকারী
  64. ইরতিযা হাসানাত - Irtiza hasahnat - পছন্দনীয় গুনাবলী
  65. ইশতিয়াক্ব আহমদ - Istiyak ahmed - অত্যন্ত প্রশংসাকারী অনুরাগ
  66. ইকরামুদ্দীন - Ikramuddin - দ্বীনের সম্মান করা
  67. ইমামুল হক - Imamul hoq - সত্যের নেতা
  68. ইয়াসীর আরাফাত - Yaseer Arafat - সহজ নেতৃত্ব
  69. ই’তিসামুল হক - Itisamul hoq - সত্যকে দৃঢ়ভাবেধারণ করা
  70. ইরতিরা আরাফাত - Irtija Arafat - পছন্দনীয় নেতৃত্ব
  71. ইরফান সাদিক - Irfan sadeue - মেধাবী সত্যবাদী
  72. ইজতিনাব ওয়াসীত্ব - Iztinab wasit - এগিয়ে চলা সম্ভ্রান্ত ব্যক্তি
  73. ইমামুদ্দীন - Imamuddin - দ্বীনের খুঁটি
  74. ইমতিয়াজ মাহমুদ - Imtiyaj mahmood - প্রশংসিত পার্থক্য কারী
  75. ইরশাদুল হক - Irshadul haq - সত্যের পথ দেখানো
  76. ইনান - Enan - মেঘমালা-বাদল
  77. ইকরামা - Ikrima - সাহাবীর নাম
  78. ইহরাম - Ihram - দৃঢ় সংকল্প, মক্কায় প্রবেশের পূর্বে হজ্জের নিয়ত করা
  79. ঈ’সা - Esa (Eisa) - জীবন্ত বৃক্ষ
  80. ঈমান - Eman - আল্লাহর রাসূল ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন
  81. ঈজাব - Ijab - কবূল করা
  82. ঈদ - Eid - আনন্দের দিন
  83. ঈসার - Isar - অপরকে অগ্রাধিকার দেওয়া
  84. ইহসান - Ehsan - উপকার করা  
  85. ইহসাস - Ehsas - অনুভূতি  
  86. ইহতিসাব - Ehtesab - হিসাব করা  
  87. ইহতেশাম - Ehtesam - জাঁকজমক 
  88. ইজাব - Ejab - কবুল করা 
  89. ইজাজ -  Ejaj - অলৌকিক  
  90. ইজতিনাব -  Ejtenab - এড়াইয়া চলা  
  91. এনায়েতুল হক - Enayatul Haque - প্রকৃত বা ন্যায্য দান 
  92. ইসফার -  Esfar - আলোকিত হওয়া 
  93. ইসরার - Esrar - রহস্য,গোপন কথা  
  94. ইত্তেসাফ - Ettesaf - প্রশংসা,গুণ বর্ণনা 
  95. ইত্তেসাম-  Ettesam -অংকন করা  
  96. ইয়ানাত - Eyanat - সহযোগিতা করা  
  97. এ'যায - Ezaz / মান মর্যাদা 
  98. ইয়াসীর - Yaseer - সহজ
  99. ইহযায - Ihzaz -ভাগ্যবান
  100. ইক্ববাল -Ikbal - সম্মুখে আসা
  101. ইজতিনাব - Iztinab - এড়িয়ে চলা
  102. ইত্তিসাম - Ittisam - অংকন করা
  103. ইহতিসাব - Ihtisam - হিসাব করা
  104. ইছবাত - Isbat - প্রমাণ করা
  105. ইরতিসাম - Irtisam - চিহ্ন
  106. ইখলাস - Ikhlas - নিষ্ঠা, আন্তরিকতা
  107. ইসহাক - Ishaq - বিখ্যাত নবীর নাম
  108. ইসফার - Isfar - আলোকিত হওয়া
  109. ইসলাম - Islam - শান্তির ধর্ম, আত্মসম্পর্ণ
  110. ইসমাঈল - Ismil - বিখ্যাত নবীর নাম
  111. ইশতিয়াক - Ishtiaq - ব্যাকুল আগ্রহ
  112. ইশরাফ - Ishraf - সম্মাপ প্রদর্শন করা
  113. ইসলাছ - Ishah - সংস্কার, সংশোধন
  114.  ইবরাহীম - Ibrahim - একজন বিখ্যাত নবীর নাম যিনি মুসলিম জাতির পিতা 

আশাকরছি উপরের সুন্দর সুন্দর নামের মধ্যে আপনি আপনার আদরের সন্তানের জন্য একটি নাম পছন্দ করে ফেলেছেন । আর সেই সুন্দর নামটি কি সেটা আপনি যদি চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন । 

(কোনো কিছু ভুল থাকলে সেটা কাকতলীয়)