এই জীবন তোমার সাসনে আনেক সমস্যা এনে হাজীর করতে পারে সেই সমস্যা গুলো তোমর জীবনকে দুশ্চিন্তাই ভরে দিতে পারে , এই জীবন তোমার শরীরকে অনেক কষ্ট সহ্য করাতে পারে আর সেই কষ্টগুলো অনেক বেদনা দায়ক হতে পারে ।
তোমার চাকরিটা হয়ত চলে যেতে পারে কিম্বা তোমার কপালে কোনো চাকরি নাও জুটতে পারে তুমি যে Exam দিয়েছ সেটাতে তুমি ফেল হয়ে যেতে পারো কিম্বা সেই Exam টার জন্য তুমি নিজেকে prepare নাও করে উঠতে পারো তোমাকে ভালোবাসার কেউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিম্বা তুমি যাকে ভালোবাসো সে তোমাকে নাও ভালোবাসতে পারে ।
এরকম যে বিষয়ই হোক না কেনো এগুলো তোমার জীবনের একেকটি পর্ব আর এগুলোকে পার করলে তবেই সত্যি হবে তোমার সপ্ন ।
আমার এই কথাগুলো শোনার পর তুমি এখন কি Fill করছ ।
আমি বুঝতে পারছি যে কষ্টকর খুবই কষ্টকর কিন্তু শুধু আজকে বলে নয় বন্ধু যেদিনই হোক না কেন তোমাকেই এই কষ্টগুলো পার করে তোমার জীবনকে উন্নত করতে হবে ।
তুমি হয়ত এরকমও ভাবতে পারো, যে আজ নয় পরে কখনো যদি চেষ্টা করি তাহলে এই কষ্টগুলো ছাড়াই কি জীবনে উন্নতি করা যাবে তাহলে সেটাতে সন্দেহ আছে ।
কিন্তু আজ এই কষ্ট গুলোকে একটু একটু করে অতিক্রম করে একটা একটা করে এগুলোকে পরাস্থ করে এখন থেকেই যদি জীবনকে উন্নত করার চেষ্টা করো তাহলে সেটা করতে পারার সম্ববনা প্রচুর ।
আর এটাই সত্য ।।
তুমি আজ যে কস্টগুলো অনুভব করছ এগুলো সবই তোমার জীবনের একেকটি পর্ব আর এই পর্ব গুলিতে অভিনব কারা এটা একটি প্রসেস, আর এই প্রসেসর মধ্যে থেকে জীবনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যখন তুমি পেীঁছাবে তখন তুমি ফিজিক্যালি কিম্বা মেন্টালি একটি স্ট্রং ক্যারেক্টার একটি স্ট্রাং মানুষে পরিবর্তিত হয়ে যাবে ।
তমি বলতে পারো যে আমি ভাবছি তেমনটা নয় তোমার জীবন ভীষণ কঠিন ভীষণ কস্টকর, তাই সেই কষ্টের জন্য তমি অনেক কিছু ফিল করেতে পারো দুঃখ করতে পারো কিম্বা কাঁদতেও পারো তবে হাল ছেড়ে দেওয়া এটা কোনো সমাধান না, তুমি হাল ছেড়ে দিতে পারো আমি আর পারছি না ভীষণ কষ্টকর এভাবে তুমি হাল ছেড়ে দিতে পারো কিন্তু তখন এই দুনিয়ায় তোমাকে কি বলবে জানো তুমি হার মেনে নিয়েছ, তুমি হেরে গিয়েছ ।
এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন পথটিকে বেছে নেবে দুনিয়ার কাছে হার মেনে নেওয়া জীবনের কাছে হেরে যাওয়া একজন ব্যক্তি, নাকি আমি পারব তোমাকে যারা অবিশ্বাস করে তাদের সামনে তাদের বিশ্বাস ভেঙে দেওয়া একজন ব্যক্তি ।
সময়ের মূল্য কতটা সেটা আমরা সবাই জানি প্রতিটি সেকেন্ড সেটা সামনে এগিয়ে যাচ্ছে সেই কারণে তোমার জীবনে যাকিছু ঘটে গিয়েছে সেগুলো ভাবতে বসে সময় খরচ করো না, যেগুলো ঘটতে চলেছে সেগুলো নিয়ে ভাবনাচিন্তা শুরু করো ।
সময়েল 12 টা গিজিট যেমন বার বার আমাদের সামনে ঘুরে আসে ঠিক তেমনি তোমার জীবনেও দুঃখ, কষ্ট, সুখ, সাচ্ছন্দ এই বিষয় গুলো বার বার রিপিটেটলি আসতে থাকবে ।
সুতরাং কখনোই কষ্ট হচ্ছে বলে ভেঙে পরো না অবশ্যই একদিন সুখ আসবে সাচ্ছন্দ আসবে এই বিশ্বাসের সাথে জীবনে এগিয়ে যেতে থাকো ।
এই এগিয়ে যাওয়া তুমি সর্বদা জারি রাখো সমস্যার সাথে মোকাবিলা করে একেক ধাপ তুমি যতই এগিয়ে যেতে থাকবে তুমি তোমার জীবন ও তোমার জীবনের সময়কে সঠিক ভাবে Use করছ এটাই তার অর্থ ।
সুতরাং ঘটে যাওয়া বিষয় গুলি ভাবতে বসার এখন কোনো দরকার নেই যাকিছু ঘটতে চলেছে সেগুলোর জন্য তুমি নিজেকে প্রস্তুত করো এইভাবে প্রস্তুত হয়ে লড়াই করতে থাকো কষ্ট করে চেষ্টা চালিয়ে যেতে থাকো সফলতা অবশ্যই তোমার ।
তোমার জীবন যেকোনো সময় বদলে যেতে পারে সেই কময়টা এই সময়ও হতে পারে সেই সময়টা এই সময়ও হতে পারে জীবন জয় করার পথে তোমার সাথে আমিও পথ চলছি বন্ধু নিরাশ হয়ে কখনো থেমে যেওনা এগিয়ে চলো ।।