ঈদ জোকস, মজার এসএমএস - Bangla Funny Eid Jokes Sms




১ম বন্ধু :আহারে দোস্ত, তোর বউটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল রে। এমনভাবে কাশছিল যে রাস্তার সব লোক ঘুরে ঘুরে তাকাচ্ছিল।


২য় বন্ধু :আরে গাধা, এবারের ঈদের শাড়িটা সবাইকে দেখাতে হবে না?


l স্বামী :বেতন-বোনাস পুরোটাই তো তোমার হাতে তুলে দিলাম। এবার আমাকে কী সারপ্রাইজ দেবে গো?



স্ত্রী :এবার সবার আগে তোমার ঈদের ড্রেস রেডি। গতবার ঈদে যে পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম, ওটা লন্ড্রি থেকে ধুয়ে ইস্ত্রি করে তুলে রেখেছি তো।

ঈদ রঙ্গ



স্বামী :ঈদ উপলক্ষে ১ বস্তা মুড়ি আনব মানে?


স্ত্রী :বিভিন্ন চ্যানেলে ৭ দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজন। এই সময়ে টিভি দেখার ফাঁকে আত্মীয়-স্বজনের রান্নার সুযোগ কই। মুড়ি থাকলে কেল্লা ফতেহ।


 টাগস:- ঈদ জোকস, ঈদের জোকস, ঈদের মজার গল্প, funny jokes ,নতুন জোকস, নতুন জোকস, মজার জোকস ফানি, কৌতুক sms