জীবনের অপ্রিয় কিছু সত্য কথা, Bangla Facebook Status



অর্থে সবসময় গরিব থাকুন, কিন্তু মনে থাকুন ধনী। দেখা যায় গরীবের ঘরে লেখা থাকে স্বাগতম,
আর ধনী লোকের গেটে লেখা থাকে কুকুর হতে সাবধান। বর যাত্রী তে বর পেছনে থাকে এবং সবাই থাকে সামনে।আর মৃত্যুর পর লাশ সবার আগে থাকে, এবং সবার পিছনে চলে। মানুষ সুখের সময় সবার আগে থাকে আর দুঃখের সময় পেছনে থেকে। আজব এই দুনিয়া!

মোমবাতি জ্বালিয়ে মানুষ মৃত্যুকে স্মরণ করে, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে। মানুষ এত টুকু বুদ্ধিমান যে, কাউকে পশু বললে সে রাগ করে, কিন্তু যদি বাঘ বলা হয় তাহলে খুশি হয়। কিন্তু বাঘতো একটি পশুরই নাম। একটি মা তার সন্তানকে জন্ম দেয়ার জন্য তার সৌন্দর্যকে ত্যাগ করে, কিন্তু সেই ছেলে একটি সুন্দরী বউয়ের জন্য তার মাকে ভুলে যায়। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন।

পাখি জীবন্ত অবস্থায় পিপড়ে কে খেয়ে নেয়, কিন্তু পাখি যখন মারা যায় তখন পিপঁড়া তাকে খেয়ে নেয়। মনে রাখা প্রয়োজন সময় আর পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়। কখনো কাউকে ছোট করা দেখা উচিত নয়। তুমি এখন শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাইয়ের কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি দিয়ে লক্ষ গাছ জ্বালাতে পারে।

একজন মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই তাঁকে মহান হতে দেয় না। কোকিল কে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে, রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে, সে চাইলেও উড়তে পারে না। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি আর ধৈর্য কেড়ে নিয়েছে। কখনো নিজের উপর অহংকার করো না।

তুমি তো সাধারন মানুষ সৃষ্টিকর্তার তোমার আর আমার মত কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতে পিশিয়ে দিয়েছে।জীবনের কঠিন সত্য আমরা বুঝতেই চাই না। মানুষ পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে, নিজের নাম-যশনিজের পরিধি ও বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথমএই তিনটি জিনিস কেড়ে নেয়, তা হলো নাম, যা হয়ে যায় লাশ, বস্ত্র যা হয়ে যায় সাদা কাফন,বাসস্থান যা হয়ে যায় শ্মশান বা কবরস্থান।