A থেকে Z পর্যন্ত মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | মেয়েদের ছোট এক কথা এবং দুই কথার নাম অর্থসহ - Islamic baby name bangla

 


আমাদের মনের ভাব প্রকাশ চিন্তন ও ধারণার বিকাশে ভাষার বিশেষ ভূমিকা রয়েছে ভাষার বিকাশ প্রথম শুরু হয় নাম দিয়ে এবং পরে অন্যান্য শব্দ লিখে দুই থেকে তিন বছরের মধ্যে একটা শিশু মনের ভাব প্রকাশ করার জন্য যেটুকু শব্দের প্রয়োজন তা শিখে ফেলে এই ভাষার বিকাশ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তা হলো ভাষার বিকাশের হার শিশুর সামাজিক অর্থনৈতিক পরিবেশের উপর বিশেষভাবে নির্ভর করে 3 থেকে 8 বছর বয়সীদের মধ্যে বিশেষ পরিমাণে ভাষার বিকাশ করে থাকে শিক্ষা ভাষার বিকাশ কিভাবে প্রভাবিত করে ভাষার বিকাশের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে বেশি এগিয়ে থাকেন পড়তে শেখার পূর্বে কথা বলার ক্ষমতার বিকাশ ঘটে।


নাম রাখার ক্ষেত্রে একজন শিশুর একটি সুন্দর ছোট সহজ নাম রাখাই শ্রেয় বিভিন্ন ক্ষেত্রে যেমন ফরম ফিলাপের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ছোট নাম হলে অনেক সুবিধা হয় এবং ছোট নামের অনেক অসুবিধা আছে সেগুলি পরে আলোচনা করা যাবে তবে যখন একজন মা বাবা একটি শিশুর নাম রাখবেন তখন তাদেরকে অনেক দিক বিবেচনা করে নাম রাখার দরকার আছে একটি সুন্দর সহজ ধর্মীক নাম রাখা উত্তম কারণ , একটি নামের উপর ভিত্তি করে শিশুর ভবিষ্যৎ শুরু হয় সর্বক্ষেত্রে তার নাম টি দরকার । স্কুলে ভর্তি হওয়ার সময় বা কলেজে ভর্তির সময় বা চাকরির ক্ষেত্রে অনেক সময়েই তার নামটি আগে লাগে তার পর শিশুটি প্রয়োজন হয় এমন একটি নাম নির্বাচন করার দরকার যে নামটি সহজ হবে সহজে লিখতে পারবে সেই নামটি রাখা উত্তম। যদি পিতা-মাতা ভাবে যে তার বাড়ির আত্মীয়-স্বজন বা পরিবারের লোকজন নাম নির্ধারণ করবে সেক্ষেত্রে তাদেরকে এই সবগুলো বিবেচনা করে একটি সুন্দর নাম রাখা প্রয়োজন।

 

 আজকে মেয়েদের  অ থেকে য় পর্যন্ত এবং ইংরেজিতে A থেকে Z পর্যন্ত নাম এর লিস্ট দিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া আছে অর্থ সহকারে আপনারা সেই নামগুলি ফ্রিতে  পছন্দ করে আপনার রাজকন্যার নাম রাখতে পারেন  এবং কোন নামটি আপনার পছন্দ হলো, সেই নামটি আমাদের কমেন্ট লিখতে পারেন এবং এই নামের তালিকা গুলি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন সে ক্ষেত্রে অনেকেই উপকৃত হবেন এখন দ্রুত নিচে যান এবং একটি সুন্দর নাম পছন্দ করুন  আপনার রাজকন্যার জন্যর ।


  • আবরেশমী ।। সিল্কের তৈরি

  • আতকিয়া ।। ধার্মিক

  • আজরা ।। কুমারী

  • আফিয়াত ।। স্বাস্থ্য, নিরাপত্ত

  • আসিমা ।। সতী নারী

  • আযমান ।। শুভ

  • আতিয়া ।। দানশীল

  • আনিসা ।। কুমারী

  • আদিবা ।। শিষ্টাচারী

  • আদিলাহ ।। ন্যায় বিচার

  • আবিদা ।। এবাদতকারিণী

  • আফিয়াত ।। পুন্যবতী

  • আতিকা ।। সুন্দর

  • আতেরা ।। সুগন্ধী

  • আতীয়া ।। উপহার

  • আফিয়াত ।। সাধ্বী

  • আকিলা ।। বুদ্ধিমতি

  • আনতারা ।। বীরাঙ্গনা

  • আরজু ।। ইচ্ছা

  • আনজুম ।। তারা

  • আবলাহ ।। নিখুঁতভাবে গঠিত

  • আফরা ।। সাদা

  • আইদা ।। সাক্ষাৎকারিণী

  • আয়েশা ।। সমৃদ্ধিশালী

  • আমিনাহ ।। বিশ্বাসী

  • আনান ।। মেঘ

  • আনবার ।। সুগন্ধী

  • আনিয়া ।। বন্ধুসুলভ

  • আসমার ।। অতুলনীয়

  • আজিজাহ ।। সম্মানিতা

  • আফলাহ ।। অধিক কল্যাণকর

  • আনিকা ।। রূপসী

  • আশাশাত ।। প্রাণোচ্ছলতা

  • আশারাত ।। শুভসংবাদ

  • বাশীরাহ ।। উজ্জ্বল

  • বিলকিস ।। রানী

  • বাসিমাহ ।। হাস্যোজ্জ্বল

  • বুশরা ।। শুভ নিদর্শন

  • ফাহমিদা ।। বুদ্ধিমতী

  • ফারজানা ।। বিদূষী

  • ফাবিহা ।। অত্যন্ত ভালো

  • ফাইজাহ ।। বিজয়িনী

  • ফারিহা ।। সুখী

  • ফাওজীয়া ।। সফল

  • ফিরদোস ।। বেহেশত

  • ফাখেরা ।। মর্যাদাবান

  • ফাতাহিয়া ।। সফল

  • ফারাহ ।। আনন্দ

  • ফারহাত ।। আনন্দ

  • ফান্ননা ।। শিল্পী

  • ফাইরুজ ।।। সমৃদ্ধিশালী

  • গাওহার ।। মুক্তা

  • গারিবা ।। বিজয়িনী

  • হাদীকা ।। বাগান

  • হামিদা ।। প্রশংসাকারিণী

  • হামিনা ।। বান্ধবী

  • হুমায়রা ।। রূপসী

  • জলিলা ।। মহতি

  • জামিলাহ ।। সুন্দরী

  • কিফায়াত ।। সম্পূর্ণতা

  • কাফা ।। সর্বজনীন

  • খালদা ।। অমর

  • লামাস ।। অনুভূতি

  • লামিয়া ।। উজ্জ্বল

  • লুবাবা ।। খাঁটি

  • লাবীবা ।। জ্ঞানী

  • লুবনা ।। বৃক্ষ

  • লায়লা ।। শ্যামলা

  • মুয়িাতা ।। ইচ্ছা

  • মুনীরা ।। প্রজ্জ্বলিত

  • মাজেদা ।। মহতী

  • মাদেহা ।। প্রশংসাকারিণী

  • মুবাশশিরা ।। সুসংবাদ

  • মুজবা ।। গ্রহণকারিণী

  • মাহমুবা ।। প্রেমপাত্রী

  • মাহমুদা ।। প্রশংসিত

  • মাফজুা ।। নিরাপদ

  • মুশীদা ।। পথপ্রদর্শক

  • মাশিয়াত ।। আনন্দ

  • মালিয়াত ।। সম্পদ

  • মাসুদা ।। সৌভাগ্যবতী

  • মুসাররাত ।। আনন্দ

  • মুথারী ।। সম্পদ

  • মুতাহারা ।। পবিত্র

  • মায়িশা ।। সুখী জীবন

  • মাসুমা ।। নিষ্পাপ

  • মুয়জ্জামা ।। মহতি

  • মালিহা ।। রুপসী

  • মুমতাজ ।। মনোনীত

  • মুনাওয়ারা ।। দীপ্তিমান

  • মোমেনা ।। বিশ্বাসী

  • মায়মুনা ।। ভাগ্যবতী

  • মুকাররামা ।। সম্মানিত

  • নিশাত ।। আনন্দ 

  •  নোশীন ।। মিষ্টি, সুন্দরী

  • নাবীলাহ ।। ভদ্র

  • নাফিসা ।। মূল্যবান

  • নায়লাহ ।। অর্জ্জনকারিণী

  • নাইমাহ ।। সুখী জীবন যাপনকারিণী

তো আপনাদের কোন নামটি পছন্দ হলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর যদি আরো নাম দরকার হয় সেক্ষেত্রে আমাদের হোম পেজে যান সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর নামের লিস্ট পেয়ে যাবেন আপনারা সহজেই আপনার রাজকন্যার নাম পছন্দ করতে পারবেন, আর আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন কারণ তারাও এই পোস্টটি দেখে অনেক উপকৃত হবে এবং তাদের বাচ্চার নাম রাখতে তাদের সুবিধা হবে।