হাই বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি ভালোবাসার রোমান্টিক কবিতা নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের এই ভালোবাসার কবিতাটি ভালো লাগবে।
কবিতার নামঃ মায়া
আমার কিছু কথা জমা দিব ভাবছি আজ তোমায়,
লুকনো কিছু অনুভূতি আর কিছু ব্যাথা নীল চিঠির খামে।
বহুদিনের পুরনো মলাটের, খোলা সেই বইটি পড়বে কি তুমি...
আচ্ছা তুমি কি হাঁসছো আমার কথা শুনে,
নাকি বৃষ্টি জমা হচ্ছে চোখের কোন এক পাশে...।
জানো ভালবাসার বৃষ্টি নীলাভ হয়,
আমি জানি কারণ তা দেখি তোমার চোখের কোণে,
যখন তোমার হাত ছেড়ে আমি চলে যাই নির্জনে।
আমি এক অচেনা পথিক, যে খুব কাছ থেকে ছুঁয়ে দিয়ে সরে যাই দূরে,
পথিকের মায়া তার পথে অন্য কোথাও দিতে নেই,
তাই বলি না কভু তোমায় মনে পড়ে।
এলোমেলো আমাকে গুছিয়ে দেবার ইচ্ছে পূর্ণ হল না তোমার,
অপূর্ণতার ভেতর নাকি খুলে ভালবাসার দুয়ার ...
মায়া অনেক কঠিন ব্যাপার, যা ভেতর থেকে টানবে আমায়
নিজেকে তাই নিলাম তুলে, জানি তুমি রবে অপেক্ষায় আমায় ভালবেসে।
থাক না এ প্রেমের সাক্ষী হয়ে এই নীরব অপেক্ষা,
বুঝবো না হয় কেউ একজন আমার মায়ায় আড়ালে কাঁদে।
...........**...........