সময় এটা free কিন্তু এটা অমূল্য, তুমি এটার মালিক হতে পারবে না কিন্তু তুমি এটা তোমার মতন করে ব্যাবহার করতে পারবে, তুমি এাটা কোনো ভাবেই কিনতে পারবে না কিন্তু তুমি এটা তোমার মতন করে খরচ করতে পারবে, আর যদি তুমি এটাকে একবার হারিয়ে ফেলো দ্বিতীয় বার কোনো ভাবেই তুমি সেটা ফিরে পাবে না ।
I Wish Had More Time যদি আমি আরো কিছুটা সময় পেতাম ঠিক আছে চলো, তোমাকে 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা দেয়া হবে কিন্তু সেই সময়টা নিয়ে, তুমি কি করে দেখাবে ।
যদি তুমি 24 ঘন্টায় কোন কিছু না করতে পারো তাহলে তুমি 26 ঘন্টা সময় পেয়েও, বিশেষ কোনো কিছু করতে পারবে না, কারণ কিছু করার জন্য তো, তোমার কাছে কখনোই সময় থাকে না, আড্ডা দেওয়ার জন্য, তোমার কাছে সময় থাকে, সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য তোমার কাছে সময় থাকে, গেম খেলার জন্য তোমার কাছে প্রচুর সময় থাকে, টিভিতে মুভি দেখার জন্য তোমার কাছে সময় থাকে, বিভিন্ন unproductive কাজ করার জন্য তোমার কাছে সব সময় সময় থাকে ।
কিন্তু কিছু ভালো কাজ কারা জন্য সময় থাকে না নিজেকে ভালো করার জন্য নিজের উপর কাজ করার সময় তোমার কাছে থাকে না, কারণ তোমার কাছে এই কাজ গুলোর কোন প্রোয়োজন নেই,আর সেই জন্যই তুমি তোমার সব স্বপ্ন গুলেঅ কখনোই সত্যি করতে পারবে না ।
কারণ তোমার প্রত্যেকটি স্বপ্ন সত্যি করতে হলে তোমাকে তার পিছনে সময় দিতে হবে, আর যদি সেটা তুমি না দিতে পারো তাহলে যা যতটুকু পেয়েছ তাতেই খুশি থাকো কিন্তু যদি তুমি কিছু করতে চাও তাহলে সেটা তোমাকে এই সময়ের মধ্যেই করতে হবে যেটা তুম প্রতিদিন পাও এই 24 ঘন্টা কে কাজে লাগিয়েই মানুষ পৃথিবী থেকে মঙ্গলে পোঁছে গিয়েছে, আর তুমি তোমার জীবনে কোথাও পোঁছাতে পারছ না ।
একটা তাসের সেটে 52 টা তাস থাকে প্রতিবার ওই একই তাস সবাইকে সমান ভাবে দেওয়া হয় কিন্তু তার মধ্যে যে খেলোয়াড় হয়,সে 10 বারে 6 বার জেতে তার হতে কি তাস এসেছে না এসেছে, সেটা নিয়ে তার কোন সমস্যা নেই কারন সে জানে যেটা এসেছে সেটাকে নিয়ে কেভাবে খেলতে হয়,সে আফসোস করতে সময় নষ্ট করে না যে আমার তাস ভালো আসেনি আমার তো ভাগ্য খারাপ ।
বন্ধু এই পৃথিবীতে সবার হতে সমান সময় থেকে এই 24 ঘন্টার মধ্যেই ডক্টর অবদুল কালাম সে তার কাজ করে গিয়েছে, এই 24 ঘন্টার মধ্যেই কেউ শচীন টেন্ডুলকার হয়ে গিয়েছে আবার কেউ অ্যালবাট আইনস্টাইন হয়ে গিয়েছে, কেউ মাইকেল জ্যাকসন হয়ে গিয়েছে তো আবার কেউ, মাইকেল ফেলপস হয়ে গিয়েছে, উদাহরণ দেওয়ার মতন আরো প্রচুর নাম আছে যারা তদের সময়কে কদর করে ছিল যারা তাদের সময়কে সূল্য দিয়েছিল, ।
মানুষ দুরকম ভাবে বদলায় হয় সে নিজেই নিজেকে নিজের মতন করে বদলে নেয় আর নয়তো সময় তাকে বদলে দেয় যদি সে নিজেই নিজেকে বদলে নেয় তাহলে তো খুবই ভালো ।
কিন্তু যদি সময় তাকে বদলায় তখন তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় একটি ভালো দিন তোমার জীবনে কখনোই আসবেনা যদি সূর্য তোমাকে জাগায় তুমি তোমার লক্ষ্যের, সব্বোচ্চ শিখরে পেীঁছতে পারবে যেদিন থেকে তুমি সূর্যকে জাগাবে, সময় তোমর কছে খুবই কম আছে কিন্তু করার মতন এমন অনেক কাজ তোমার হতে আছে, সুতরাং এটাকে সঠিক মূল্য দাও সঠিকভাবে ব্যবহার করো ।
তিন ভাগের এক ভাগ জীবনতো চলেই গিয়েছে, বাকি জীবনটাও কি এভাবেই কেটি যাবে তোমার জীবনে কি মনে কাখার মতন বিশেষ কোন কিছুই ঘটবে না তুমি তোমার সময়কে মূল্য দাও নয়তো এই দুনিয়াতে তোমার কোনো মু্ল্য থাকবে না ।
জীবন তোমাকে কখনই কোন কিছু দেয় না জীবন তো তোমাকে শুধু ফিরিয়ে দেয় তুমি যেটা তাকে দিয়ে থাকো জীবন তোমাকে ঠিক ততটাই দেয়, যতটা পরিমাণ তুমি তাকে দিয়ে থাকো ।
আজ তোমার কাছে অসম্ভব মনে হলেও কিন্তু এটা খাঁটি সত্য তুমি জীবনের কাছে যেটা চাইবে সেটাই পাবে শুধু তোমাকে তার মূল্য দিতে হবে নিজেকে সেটা পাওয়ার যোগ্য বানাতে হবে ।।