ব্রেকআপের কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় । ব্রেকআপ এর পর করনীয়, কি ভাবে ব্রেকাপের কষ্ট ভুলা যায়?
তোমার জীবনে এমন একজন মানুষ আছে, যাকে তুমি অনেক বেশী ভালোবাসো,তোমার কল্পনাজুড়ে শুধু সে,যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছো।সেও তোমাকে ভালবাসতো।
কিন্তু আজ আর সে তোমাকে ভালোবাসে না,সে চায় না তুমি তার জীবনে থাকো,সে অসম্ভব রকম বদলে গিয়েছে। আর তুমি তাকে ফিরে পাবার জন্য হাজারটা উপায় বের করছো,শত শত চেষ্টা করছো,তাতে কোনো কাজ হচ্ছে না।
তোমাকেই বলছি তার কাছে ভালবাসার দাবি নিয়ে আর যেও না,তাকে ভালবাসি বলে বলে কোনো লাভ হবে না। সে আজ আর বুঝবে না,তুমি বুঝালেও বুঝবে না, কারণ সে বুঝতে চায় না। তোমার কান্নার আওয়াজ তার মনে জায়গা করে নিতে পারবে না, বরং সে তোমাকে নিয়ে বন্ধু মহলে হাসাহাসি করবে।সে আজ তোমাকে বুঝবে না।
তোমার কথা তার একদিন মনে পড়বে, হয়তো ক্লান্ত দুপুরে কিংবা বৃষ্টিভেজা বিকেলে। সে বুঝবে তুমি কতটা ভালবেসেছিলে তাকে, তোমার সরলতার কথা তার মনে পড়বে। হয়তো সে ফিরে আসতে চাইবে কিন্তু পারবে না। তার ফিরে আসার আর কোনো উপায়ও থাকবে না।।
আর তুমি কেনো কেঁদে কেঁদে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করছো,।আরে বোকা কাঁদবে তো সে, যে তোমার মতো ভালবাসার মানুষটিকে হারিয়েছে, যে তোমার মতো ভালো মানুষকে হারিয়েছে। আর তুমি যতটুকু ভালো, তার থেকেও ভালো একজন মানুষ তোমার জীবনে এসে তোমার জীবনকে পরিপূর্ণ করবে, ভালবেসে ভালবাসা দিয়ে আগলে রাখবে তোমাকে।
তাই বলছি, আর কষ্ট না পেয়ে এগিয়ে চলো তোমার স্বপ্ন পূরণের পথে। আর সঠিক সময়ে সঠিক মানুষটি তোমার জীবনে চলে আসবে। তাই নির্ভয়ে চলো সামনের দিকে, এগিয়ে চলো।