এমনকি অনেকটা সময় গড়ালেও মানুষ চেনা যায় না। মানুষের আসল রুপ চেনা যায় কখন, জানেন!!নিজের দুঃসময়ে।প্রত্যেকের জীবনে দুঃসময় আসে, এ পৃথিবীর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না,
সে জীবনে কখনো ডিপ্রেশনে পড়ে নি, বাজে সময় পার করে নি। এই ডিপ্রেশনের সময়টাতে চারপাশের মানুষগুলোর আসল রুপ চেনা যায়। এক সময় ভাবতাম, হয়তো মানুষটা আমাকে অনেক ভালো বুঝে। কিন্তু নিজের দুঃসময়ে আবিষ্কার করলাম, আমি বিশাল ভুল করেছি।
পৃথিবীতে কেউ ভুল মানুষ হিসেবে জন্মায় না। হাতের পাঁচ আঙ্গুলের মত একেকটা মানুষ একেক রকম, সমস্যাটা মানুষে না, সমস্যাটা মানুষের মুখোশে আর আমাদের অবজারভেশনে।
আমার জন্য যে 'ভুল মানুষ' তাকে ঠিক ভেবে, তার সাথে নিজের জীবন জড়িয়ে ফেলাটাই ভুল। তেল আর জল কখনো মেশে না, এটাই বাস্তব। একটা ভুল বেশি করেছি, সেটা মানুষ চিনতে।
ট্যাগ: ভালোবাসার কথা, কষ্টের কথা, দুঃখের কথা, প্রেমের কথা