আপনারা যারা আপনাদের মেয়েদের জন্য নতুন ইসলামিক নাম রাখতে চান নতুন নতুন ইসলামের অর্থসহ বের করে শিশুদের নাম রাখতে চান আমরা নিয়ে এসেছি তাদের অর্থসহ নাম। আর কোনো চিন্তা করার দরকার নেই। কি দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখব এই নিয়ে আমরা অনেক চিহ্নিত থাকি। তাই আমাদের উচিত হলো আমরা যারা এইসব নিয়ে চিন্ত করে থাকি আর আমাদের বিভিন্ন সমস্যা সমাধান এর উপায় বের করে নিয়ে এসেছি। অনেকে তাদের নামের অর্থ জানে না আসলে আমাদের উচিত নবীদের অনুসরণ করে নাম রাখা ভালো নামের অর্থ দিয়ে ইসলামের ধর্মীয় আচার আচরণ প্রকাশ পায়।
আপনারা যারা সহজেই নবজাতক শিশুদের বা ছেলে মেয়েদের জন্য ভালো সুন্দর ইসলামিক নামের অর্থসহ একটি ভালো নাম ও সুন্দর ইসলামিক নাম বের করতে পারেন সেজন্য আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি নবজাতক শিশুদের নাম ও অর্থ। অধিক ছেলে মেয়েদের ইসলামিক নামসহ আরও অধিকতর ইসলামের নাম পাওয়া যায় তাই আমরা আমাদের শিশুদের জন্য আগামী দিনের জন্য নাম বের করে তাদের নামের অর্থসহ সুন্দর নাম প্রকাশ করে আমাদের ইসলামের মাঝে তুলে ধরতে পারি। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের চূড়ান্ত করার আগে পরীক্ষা করে নিবেন নামের অর্থসহ।
মুসলিম মেয়েদের নাম ও অর্থসহ (আ) দিয়ে শুরুঃ
১.আলমীরা—অর্থ— বিনা প্রশ্নে বিশ্বাস।
২. আইদাহ—অর্থ— অতিথি, যে ফিরে আসছে।
৩. আফসীন—অর্থ— তারার মতো চকচকে করা।
৪. আতিকা— অর্থ— উদার।
৫. আয়েশা —অর্থ— জীবন, উদ্দীপনা, নবীর (সঃ) কনিষ্ঠ স্ত্রী।
৬. আসিয়া —অর্থ— আশা।
৭. আদিলা— অর্থ— ঠিক, সৎ সমান, খাড়া।
৮. আরা— অর্থ— আদর।
৯. আমালিয়াহ— অর্থ— সৎকর্ম সম্পাদনকারী।
১০. আরশি— অর্থ— প্রতিবেশী।
১১. আতুন— অর্থ— শিক্ষয়িএী।
১২. আনিকা—অর্থ— রুপসী।
১৩. আয়তি— অর্থ— মরুর মেয়ে।
১৪. আকিফা—অর্থ— উপাসক।
(অ) দিয়ে মেয়েদের নাম শুরুঃ
১. অনুভা— অর্থ—জ্ঞান।
২. অঞ্জলি— অর্থ— অর্ঘ্য।
৩. অনন্যা— অর্থ— অদ্বিতীয়া।
৪. অনামিকা— অর্থ— আঙুলের নাম।
৫.অনুপমা— অর্থ— তুলনাহীন।
(ই) দিয়ে মেয়েদের নাম শুরুঃ
১. ইলিন— অর্থ— মনোরম।
২. ইলা— অর্থ— পৃথিবী।
৩. ইয়াসমীন— অর্থ— সুদর্শন ফুল।
৪. ইশরাত— অর্থ— প্রিয়শিনী।
৫. ইশাদী— অর্থ— সাক্ষী।
৬.ইসরাত জাহান— অর্থ— পৃথিবীর প্রিয়দর্শি।
(স) দিয়ে মেয়েদের নাম শুরুঃ
১. সাজেদা— অর্থ— ধার্মি।
২. সাজিদা— অর্থ— শ্রদ্ধেয়া।
৩. সালমা— শান্ত।
৪. সাহানা— অর্থ—শ্রদ্ধেয়া।
৫. সালমা বানু— অর্থ— শান্ত সন্ত্রান্ত মহিলা।
৬.সাবাহ— অর্থ— ভোর।
৭. সাবিহা— অর্থ— রুপালী।
(শ) দিয়ে মেয়েদের নাম শুরুঃ
১. শারিকা— অর্থ— সজ্ঞিনি।
২. শমি— অর্থ— জামকেশী।
৩. শাকিলা— অর্থ— সুন্দরী।
৪. শাকেরা— অর্থ— কৃতজ্ঞতা।
৫. শাবীবা— অর্থ— জামিন।