1:- জীবনটা কি তা ভালোবাসার পরই-
বুঝলাম কারণ ভালোবাসার !
মধ্যে সুখ,দুঃখ,
আনন্দ,বেদনা,
বিরহ সবই আছে !!
2:- জানের চেয়ে প্রিয় তুমি-
প্রাণের চেয়ে আপন!
মনের মাঝে হৃদয়-
তুমি আমার শত শপন!
তুমি শত আশা-
আমার তুমিই ভালোবাসা!
প্রাণে মিশে আছো তুমি-
তুমিই আমার ভরসা !!!
3:- এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, |
এক সাগর ভালবাসা-
রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম-
ভালবাসব তোমাকে!
4:-যদি হৃদয়ের আকাশে কখনো-
কষ্টের মেঘ বয়ে চলে,
তবে চলে যেও নীল আকাশের বুকে,
আমি রুপালি ১ তারা হয়ে,
থাকবো তোমার পাশে!
5:-সত্যের মূল্যে তুমি জীবন বাচাও !
মিথ্যার মূল্যে তুমি ভালোবাসো না,
যদি দ্বন্দ্ব বিনিময়ে ফিরে আসে সেই আশা,
তবে সেটাই হবে তোমার-
প্রকৃত ভালোবাসা !!
6:-আমি হলাম আকাশ,
কষ্ট আমার মেঘ,
জোৎস্না আমার আবেগ,
বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি,
কি করলে বুঝবে-
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !
7 :-তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই!
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম, জনম ভালবাসতে চাই!
8:-কি আছে তোর মাঝে বুঝি না,
শুধু অনন্ত কাল তোর দিকে
তাকিয়ে থাকতে ইচ্ছে করে,
ইচ্ছে করে সারা জীবন তোকে দেখি,
কি অদ্ভুত ভালবাসা ,
কি অদ্ভুত সম্পর্ক ,
9:-সব কিছু ভুলে যাই যখন তোর ঐ
মায়াভরা মুখেরদিকে তাকাই,
আমি আমার নিজেকে হারিয়ে
ফেলি তোর মাঝে. সত্যি রে..!
10:-তুমি যদি হও পাখি
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব নাকো মানা,
মনি-মুক্তা নিয়ে আসবো
আমার ডানায় করে।
তা দিয়ে সাজাবো তোমায়
মনের মতো করে।
11:-কত যে ভালোবাসি মন ছুয়ে দেখ না
তুমি ছারা একাকি এ প্রহর কাটে না
কত যে ভালোবাসি মন ছুয়ে দেখ না
সারাটি জনম তোমাকে শুধু চাই
তোমারি মাঝে আমি যে হারায়
সারাটি জনম তোমাকে শুধু চাই
তোমারি মাঝে আমি যে হারায়.....
12:-যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার
ঘুমাতে ইচ্ছে করবেনা; কারন তখন
তোমার বাস্তব জীবন স্বপ্নের
চেয়ে আনন্দময় হবে।
13:-ভালোবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন..
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ.
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন..
14:-একটা আকাশ হেরে গেলো, হারিয়ে তার মন,
অন্ন আকাশ হটাৎ হলো, তাদের প্রিয়জন.
তবুও তার ভালোবাসা, চাঁদের ভালো চায়,
নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোয়া দেয় ।
15:-একটি প্রকৃত ভালোবাসা হতে পারে,
দৈহিক অথবা ঐশ্বরিক, সত্য
ভালোবাসা হচ্ছে, এমন কিছু
যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ণ ।
16:- মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো
স্বপ্ন গুলো দিলাম তাতে, আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও আমার ভালোবাসা ।
17:-জোনাকির আলো জ্বেলে
ইচ্ছের ডানা মেলে
মন চায় হারিয়ে যাই
কোন এক দূর অজানায়
যেখানে আকাশ মিশে
হবে একাকার, আর তুমি
রাজকুমারী হবে শুধু আমার ।
18:-ভালোবাসা পরিমাপের একক হল
বিশ্বাস একে অপরের প্রতি
যত বিশ্বাস থাকবে তাদের
ভালোবাসার পাল্লা তত ভারি হবে ।
19:-তোমাকে ভালোবাসাটা যদি
আমার পাগলামি হয়ে থাকে,
তবে তোমাকে না পাওয়া পর্যন্ত
আমি সেই পাগলামি করে যাবো ।
তাতে যদি আমার প্রতি অভিমান হয়,
তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয় ।
20:-যদি বৃষ্টি হোতাম, তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু
এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে ত
তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না
তোমায় অকারণে কষ্ট দিতে..!
21:-শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি
তোমার পাশে সারাক্ষন ।
22:-মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে,
ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে,
স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে আমার,
প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।
23:-প্রেমের স্বার্থকতা মিলনে ।
বিরহ-বিচ্ছেদ হীনা মিলন,
ততটা মধুময় নয় ।
বিরহ-বিচ্ছেদের পর মিলন,
যতটা মধুময় হয় ।
24:-চোখে আমার ঝর্ণা বহে,
মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি,
দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা,
ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া,
থাকি দিন রাত !
25:-আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে !!
কি জানি হায় কোন আগুনে,
মরিবো আমি এই ফাগুনে |
26:- আজকে তুমি রাগ করছো,
দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি,
ভালবাসতাম শুধু তোমাকে .
27:-সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।
28:-অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে, মাঝে ফোন করলে,
সম্পর্কটা মিষ্টি হয় ।