ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড
যদি আপনি ভালো বাংলা ফন্ট খুজে থাকেন। তাহলে বলব আপনি একদম ঠিক যায়গায় এসেছেন। কারণ আজকে আমি আপনাদের এমন কয়েকটি বাংলা ফন্ট ডাউনলোড করার সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব। যে সাইট গুলো থেকে আপনি সেরা বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো চলুন কথা না বারিয়ে শুরুর করি।
বন্ধুরা আমরা যারা ইউটিউবিং করি, তাদের কম বেশি সুন্দর বাংলা ফন্ট এর প্রয়োজন পরে। কেননা সেরা ফন্ট যদি আপনার ইউটিউব ভিডিও-র থাম্বনাইলে ব্যাবহার করেন, তাহলে থাম্বনাইলটি দেখতে প্রফেশনাল লাগে। এছাড়াও যারা লোগো, ব্যানার, টি শার্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন করি তাদেরও অনেক সময় বাংলা ফন্ট এর দরকার পরে।
সেরা বাংলা ফন্ট ডাউনলোড সাইট
- Lipi Ghor
- Okkhor 52
- Google Bangla Font
- Font BD
- Free Bangla Font
1.LipiGhor | বাংলা ফন্ট
লিপিঘর হলো খুব জনপ্রিয় একটি সাইট। যেখানে ৮০+ রকমের ফ্রি বাংলা ফন্ট রয়েছে। ফ্রি ফন্ট এর সাথে এখানে পেইড/ প্রিমিয়াম ফন্টও রয়েছে। এখানের সব ফন্টগুলো মোট ডাউনলোড করা হয়েছে : ৩৮,০৫,৪৬৯ বার। তো বুঝতেই পারছেন যে এখান থেকে কি পরিমান ফন্ট মানুষ ডাউনলোড করে থাকে। এখানে খুব সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, চাইলে আপনি সেগুলো ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই। লিপিঘর ওয়েবসাইট এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন।2.Okkhor 52 | সেরা বাংলা ফন্ট
অক্ষর ৫২ তে শতাধিক এর চেয়েও বেশি বাংলা ফন্ট রয়েছে। এখানের ফন্ট গুলো খুব অসাধারন। এই অক্ষর ৫২ সাইট অনেকটা লিপিঘরের মতোই। তাই এই সাইটটি আজই ব্যাবহার করুন। অক্ষর ৫২ ডট কমে প্রবেশ করতে ক্লিক করুন এখানে।3.Google Font Bangla | বাংলা ফন্ট ২০২১
গুগলের দেওয়া বাংলা ফন্ট পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতেই। বুঝতেই পারছেন গুগলের দেওয়া ফন্ট কতটুকু ভালো ও ট্রাস্টেড হতে পারে। তাই এখানে ক্লিক করে এক্ষুনি গুগলের বাংলা ফন্টগুলো দেখে আসতে পারেন৷ আর ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন।4.Font BD | সেরা বাংলা ফন্ট ২০২১
খুব জনপ্রিয় একটি বাংলা ফন্টের সাইট : ফন্ট বিডি। ফন্ট বিডিতে রয়েছে ৭৮টি সুন্দর ফন্ট। আর এই সবগুলো ফন্ট মোট ডাউনলোড করা হয়েছে : ৪,১৮,৫২৮ বার। এখান থেকে খুব সহজ উপায়ে আপনি আপনার ফন্ট টি ডাউনলোড করতে পারবেন। ফন্টবিডিতে ভিজিট করুন এখানে ক্লিক করে।5.Free Bangla Font | ফন্ট বাংলা
ফ্রি বাংলা ফন্ট ওয়েবসাইটে আপনি সকল ফন্ট পাবেন একদম ফ্রিতেই। এখানে ৫০+ এর চেয়েও বেশি বাংলা ফন্ট রয়েছে। এখানের ফন্টগুলো এক কথায় খুবই ভালো। শুধু কয়েক ক্লিকের মাধ্যমেই আপনি আপনার পছন্দের ফন্ট ডাউনলোড করতে পারবেন এই সাইট এর সাহায্যে। এই ওয়েবসাইট এর ফন্টগুলো দেখতে এখানে ক্লিক করুন।তো আশাকরি আপনি এই কয়েকটি সাইট এর সাহায্যে খুব সহজেই আপনার পছন্দমতো বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। সর্বশেষ একটাই কথা - স্টে হেপি, স্টে গুড। ধন্যবাদ