ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ বাস্তবতা নিয়ে মেয়েদের জন্য কিছু কথা - divorce bangla




আমি ডিভোর্স তাই আমি মুক্ত।  🥰
অত্যাচার থেকে মুক্ত আমি,🥰
সংসার সামলাতে হবে না আর। 🤭
এখন থেকে বিন্দাস ঘুরবো আর চলবো🥰
কেউ কিছু বলবে না আমায়। 🙍‍♂️

বাস্তবতা কি এটাই বলে? বিশেষ করে মেয়েদের জন্য না। তারা ৩৫ বছর পরে গিয়ে বুঝতে পারে পারিবারিক অবহেলা কাকে বলে! আপনার যখন ডিভোর্স হয়,তখন স্বাভাবিক ভাবে কিছুটা সময় নেই আমরা ভাবি আর বিয়ে করবো না। বাবা মা ভাই বোনের সাপোর্ট থাকে তাদের সাথে।

কিন্তু একটা সময় তাদের বাবা মা হয়তো মারা যায়, ভাই বিয়ে করে, তারা সবাই নিজেকে নিয়ে ভাবে,কিন্তু বোনের জন্য চিন্তা না করাই স্বাভাবিক। 
তাই সবার উচিত, জীবনের গুরুত্বপূর্ণ সময়ে জীবন সঙ্গী বাঁচাই করাই উত্তম।  আজকে যায়া আপনাকে সাপোর্ট করছে একদিন তারাই আপনকে অবহেলার কারণ হবে। 

ভাবছেন বিয়ে করবেন না এখন,যখন সময় হবে তখন  অবহেলা পাত্র হবেন,আর তখন ভালো স্বামী পাবেন না।
আর আপনার বয়সের সাথে মিল রেখে তখন যাদের স্বামী হিসেবে পাত্র পাবেন, তাদের চরিত্র নিয়ে সন্দেহ আছে। কারণ ভালো ছেলেদের এতো বয়সে এসে ডিভোর্স হয়না।💔

তাই ডিভোর্স পর একা জীবন পার করবো চিন্তা আজ থেকে মাথা থেকে বের করে দেন।
বেঁচে থাকার জন্য শেষ বয়সে একজন জীবন সঙ্গী সবার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনার পরিবার যদি কোটির কোটি টাকা থাকে তার পরে-ও কিন্তু পারিপার্শ্বিক প্রতিবেশী আপনার জন্য কটুকথা শোনাবেই। ☹️

তাই সময় হারিয়ে হাই হতাশ করবে না। 🥺
জীবন আপনার তাই সিধান্ত নিতে হবে আপনাকে'ই সময় করো জন্য বসে থাকে না।

ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন 🙏