যে ৫টি অভ্যাস আমাদের সমস্যাকে আরও জটিল করে দেয়।
০১. সমস্যার প্রথম মুহূর্তে ধৈর্য্যধারণ না করা।
আমাদের উপর কোন বিপদ বা সমস্যা আসলে আমরা শুরুতেই হাই হুতাশ শুরু করে দিই। কিন্তু, এক সময় দেখা যায় ঐ বিষয়ে আমাদের ধৈর্য্যধারন করে সমস্যাটিকে মোকাবেলা করা ছাড়া অন্য কোন রাস্তা থাকে না। ফলে আমাদের এই অস্থিরতা/ হাই-হুতাশ কোন কাজে না এসে সমস্যা কে আরো জটিল করে তোলে।
০২. সমাধানের দিকে ফোকাস না করা।
আমরা বেমালুম ভুলে যায় যে জীবনে হরেকরকম সমস্যা যেমন আছে, তেমনি তার হরেকরকম সমাধানও আছে। কিন্তু,আমরা সমস্যা কে বাদ দিয়ে সমাধানের উপর ফোকাস করিনা। ফলস্বরূপ, আমাদের সমস্যার সমাধান তো হয় ই না বরং তা আরো জটিলতার সৃষ্টি করে।
০৩. ভাগ্যকে দোষারোপ করা।
আমরা অনেকেই কোন সমস্যায় পড়লে এতটাই অসুখী হয়ে পড়ি আর ভাবি যে “সবসময় আমার সাথেই বা কেন এমন হয়?”। অথচ, এটা শুধু আপনার সাথেই হয় না, আপনার মতই জগতের অন্য সবারও নানাবিধ সমস্যা আছে। নিজেদের নিয়ে আমাদের চিন্তাভাবনা সবসময় এরকম নেগেটিভ থাকার ফলে আমাদের সমস্যার লঘু স্তরেও চিত্ত বিচলিত করে সমস্যা কে প্রকট করে তোলে।
০৪. উটপাখির স্বভাব।
আমাদের অনেকেই আছে বিপদ বা সমস্যা দেখলে উটপাখির মত বালিতে মুখ গুজে নিজের মন কে বিপদ বা ঝামেলা মুক্ত থাকার মিথ্যা প্রবোধ দেয়।অর্থাৎ, নিজের প্রতি হীনমন্যতার দরুন সমস্যা কে পাশ কাটিয়ে চলতে চায়। কিন্তু, মানবজীবনে সমস্যা কে এড়িয়ে চলা বহুলাংশে অসম্ভব। তাই আমাদের এই হীনমন্যতা আমাদের এই সমস্যা কে আরো জটিল করে দেয়। আমরা যদি সব সমস্যা কে অসীম সাহসের সাথে মোকাবিলা করার মানসিকতা রাখি, তাহলে সব সমস্যার ই সমাধান সম্ভব।
Bangla motivational speech | বাংলা মোটিভেশনাল উক্তি
০৫. পরনির্ভরশীলতা।
আমাদের অনেকের ই অবস্থা এমন যে আমরা চাই আমাদের সমস্যা টা যেন অন্য কারো মাধ্যমে সমাধান করে নিতে পারি। কিন্তু,বাস্তবতা এর বিপরীত। কারো ঠেকা পড়েনি যে সে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাবে। আপনার পায়ে বিদ্ধ কাটাঁ আপনাকেই বের করতে হবে। কিন্তু, আমাদের এই পরজীবি স্বভাব আমাদের সমস্যা কে প্রায়ই জটিল করে তোলে।
বিঃ দ্রঃ যদি আমাদের অ্যাপটি আপনার কাছে ভালো লাগে এবং কোন ভাবে এ থেকে উপকার পান তবে ‘Mukto’ অ্যাপটির কথা আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং অ্যাপটিকে ৫ স্টার দিন ( গুগল প্লে স্টোরে)। আপনাদের সাপোর্টে আমাদের পরিশ্রম সার্থকতা খুঁজে পায়, তাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।