জীবনে সফল হওয়ার ৪টি গুরুত্বপূর্ণ কৌশল ।। 4 way to be successful your in life

জীবনে সফল হওয়ার পেছনে ৪টি গুরুত্বপূর্ণ উপায় ।

আজকে আমরা ৪ টি Rules নিয়ে আলোচনা করব যেগুলি আপনার জীবনে সফল হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই চারটি বিষয় আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে, আপনি পড়ে অবশ্যই দেখতে পারেন আসলেই পদ্ধতি গুলো আমাদের জীবনের সাথে ভীষণ ভাবে সম্পর্কিত ।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই চারটি Rules আমাদের সফল হতে সাহায্য করবে।

০১. 

আপনি আপনার আশেপাশে লক্ষ্য করে দেখুন, গাড়ি, বাড়ি, টিভি, ফ্যান মোবাইল কতো কিছু। আপনি কি বলতে পারবেন এগুলো কেনো তৈরি করা হয়েছে। প্রথমেই কেউ বসে বসে চিন্তা বা আইডিয়া করেনি যে এগুলো আমাদের তৈরী করতে হবে।

এগুলো তখনই তৈরি করা হয়েছিল যখন মানুষ তার প্রয়োজনীয়তা অনুভব করে ছিলো। প্রয়োজন অনুভব করার সাথে সাথে মাথায় চিন্তা শুরু হলো কিভাবে সমস্যার সমাধান খোঁজা যায় বা করা যায়। এই চিন্তা শুরু হওয়ার কারণেই কোনো না কোনো ভাবে সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসে, সেটাকে বলা হয় Idea (আইডিয়া)।

বৃষ্টি না থাকলে মানুষ ছাতা বানানোর আইডিয়া কোনদিনও পেতো না। ক্ষিধে না থাকলে মানুষ খাদ্য সংগ্রহ করার পদ্ধতি পেতো না।

এগুলো বলার কারণ হচ্ছে, শুধু বসে বসে আগে আইডিয়া খোঁজলে চলবে না। কি করা যায়, কি করবো, এটা করলে ভালো হতো, সেটা করলে ভালে হতো, এইসব বলে শুধু সময়ের অপচয় হবে, কোন কাজ হবে না।

এখন থেকে আগে উদ্দেশ্য টা ফলো করুন দেখবেন আইডিয়া তৈরী হয়ে যাবে। তাই, আপনার কাল্পনিক ধারণা না, আপনার উদ্দেশ্যকে অনুসরণ করুন।

০২. 

আমরা প্রতিদিন অনেক সিদ্ধান্ত নেই। আমাদের অনেক কিছু করতে মন চাই বা ভালো লাগে কিন্তুু আমরা করতে পারি না। কেন পারি না জানেন? আমরা আরেক জনের উপর নির্ভর করে বসে থাকি। আমি বলছি না যে নির্ভর করা যাবে না, পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে কিন্তুু সেটা সব সময় না।

সব সময় যদি সিদ্ধান্ত নিতে কারো না কারো মতামতের উপর নির্ভর করতে হয় তাহলে এটা আপনার ভিতরে একটি জায়গা তৈরী করে নিবে, আপনার মধ্যে একটি ভয়ের জন্ম দিবে। আপনি সিদ্ধান্ত নিতে সারাজীবই ভয় পাবেন।

এমন হাজারো ছেলে পাবেন যারা জীবনে নতুন কিছু একটা করার সিদ্ধান্ত নিলে তার মা বাবা সেটাতে বাধা দেয়, ছেলেটা জানে এটা করলে তার ও তার পরিবারের সবার জন্য উপকার তবুও সাপোর্ট না পাওয়ার জন্য সে কাজ টা করতে পারে না।

আচ্ছা ভাবুন তো জীবনে অনেক কাজ করেছেন যেগুলো আপনার জন্য খারাপ, সেগুলো করার সময় কি আপনি পরিবারের সাপোর্ট চেয়েছিলেন? তাহলে ভালো একটি কাজের ক্ষেত্রে কেন? তাই মনে রাখুন, ভালো কাজের জন্য কারো সাহায্য প্রয়োজন হয় না।

জীবনে সফল হওয়ার পেছনে ৪টি গুরুত্বপূর্ণ মন্ত্র ।। 4 important mantras behind success in life
০৩. 

সফলতা আর ব্যর্থতা নিয়েই জীবন। আপনি এমন একটি মানুষ দেখাতে পারবেন না যার জীবনে এই দুইটাই ঘটে নি।

এমন হাজারো গল্প আছে যেখানে শুন্য থেকে মানুষ কোটিপতি হয়েছেন। তবুও আমরা আশাহত হয়ে পরি, একবার ব্যর্থ হলে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি।

ব্যর্থ হলেই আমরা বুঝতে পারি আমাদের চেষ্টায় কোথাও না কোথাও কমতি আাছে, শুধু সেটুকু ইম্প্রুভ করতে পারলেই আমরা সফল হতে পারি, কিন্তু আমরা সেটা না করে আশা হারিয়ে মন খারাপ করে বসে থাকি। আশাহত হয়ে কাজ করা বন্ধ করে দেই। এমন করলে আপনি জীবনেও সফল হতে পারবেন না।

তাই বলছি, যখন ব্যর্থতা দেখবেন, হতাশ না হয়ে খুশি হোন। এটি আপনার মন ও কাজ দুটির জন্যই ভালো হবে। 🙂

০৪. 

মানুষ কখনোই এক লাফে গাছের মাথায় উঠতে পারে না। এটা আমাদের সবারই জানা, তবুও আমরা সেটাই করতে গিয়ে জীবনে সফলতা পায় না। এমন শত শত মানুষ পাবেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার বসে আছে, শুধু গ্রাজুয়েশন করা মানুষ নয় আরো বিভিন্ন ধাপে শিক্ষত ছেলে মেয়েদের একই অবস্থা।

এদের বেশির ভাগ মানুষের চিন্তা ভাবনা এতো পড়াশোনা করেছি এখন এতো কম বেতনের চাকরি করলে লোকে কি বলবে, মান সম্মান চলে যাবে। এমন ভাবনা চিন্তার কারণে তারা বিভিন্ন কাজের সুযোগ হাতছাড়া করে এবং নিজেকে অলস ও বেকার করে রাখে।

আমাদের একটি কথা সব সময় মাথায় রাখা উচিত, অভিজ্ঞতা ছাড়া আজকাল কোনো বড় প্রতিষ্ঠানে নিয়োগ তো দূরের কথা এপ্লাই করাও যায় না। তবে সরকারি চাকরি প্রত্যাশীদের বিষয় একটু আলাদা। যাইহোক, নিজেকে অভিজ্ঞ রাখতে ফিউচার এ আপনার স্বপ্নের চাকরিটি পেতে হাত গুটিয়ে বসে না থেকে এখনি কাজে নেমে পড়ুন আপনার পছন্দের ফিল্ডে।

শুধু চাকরির ক্ষেত্রে না ব্যবসার ক্ষেত্রে ও আপনাকে এই রুলটা মানতে হবে সেটা হলো, ছোট একটি পদক্ষেপের মাধ্যমে আপনার কাজটি আগে শুরু করুন।

ধন্যবাদ।