ভদ্র ছেলে চেনার উপায় বা ভালো ছেলের বৈশিষ্ট্য - 12 Signs Of A Good Men

প্রিয় পাঠকগন, আজ আমি ভালো মেয়ে চেনার ১০ টি উপায় নিয়ে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক।



১.ভদ্র ছেলেরা সাধারণত খুব চঞ্চল হয় না। চুপচাপ ও সবাইকে সম্মান দিয়ে চলে।

২.ভদ্র ছেলেদের চুল খুব বড় থাকে না বা কোন অসুস্থ কাটিং দিয়ে রাখে না চুলে। খুব সাধারন ভাবেই চুল কাটে।.

৩.এরা সাধারণত বন্ধু বান্ধব এর প্রিয় হতে পারেনা কারন তাদের প্রায় ই ক্ষ্যাত শব্দ টা শুনতে হয় বন্ধু মহলে।তাই এদের বন্ধু ও খুব বেশী থাকে না।

৪.এদের লাইফ স্টাইল বলতে শার্টের বোতাম খোলা থাকবে না আর হাতে খুব জোর একটা ঘড়ি থাকবে।.

৫.এদের কোন প্রেমিকা থাকে না আর যদিও থাকে তবে সেটা খুব স্থায়ী থাকে না।কারন এক সময় তার কাছে থেকেও ক্ষ্যাত শব্দটা শুনতে হয়।.

৬.ভদ্র ছেলে সিগারেট বা অন্য কোন নেশায় আসক্তি হয় না কারন তাদের এগুলা পছন্দ না।

৭.এরা তাদের ভালবাসার মানুষকে খুব সম্মান ও শ্রদ্ধা করে থাকে।তাদের শরীরের প্রতি কোন প্রকার লোভ থাকে না।

৮.এরা রাস্তাঘাটে কোন মেয়েদের দিকে সরাসরি তাকায় না বা কোন মেয়েকে অশ্লীল কথা বলে বিরক্ত করে না বরং তাদের থেকে দূরে থাকবে যারা এগুলা করে।

৯.এরা বড়দের সম্মান শ্রাদ্ধা করে এবং মা-বাবার কথা মেনে চলার যথেষ্ট চেষ্টা করে থাকে।

১০.সর্বাপরি ভদ্র ছেলেদের জীবনে আল্লাহ যাকে পাঠায় সে কখনোই তাকে কষ্ট না দিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়।