ভালোবাসার কষ্টের শায়েরী - preme dhoka khawa shayari bangla

ভালোবাসার কষ্টের সাইরি / preme dhoka khaoya shayari bengali

ভালবাসার বুকফাটা কষ্টের শায়রি

1:- কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নাই॥ দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে

2:-  দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো। দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো। ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।

3:- একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে।
একটা সম্পর্ক হারিয়ে যায়, একটা কথার ভুলে।
একটা মন ভেঙ্গে যায়, ছোট্ট অপমানে।
একটা জীবন শেষ হয়ে যায়, একটু অভিমানে।

4:-ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।

5:-আমার যদি একটা পৃথিবী থাকত,
তা হলে সেখানে গিয়ে, চিৎকার করে কাঁদতাম।
তুমার দেওয়া স্মৃতি, এত যন্ত্রনা দেয় আমাকে,
যা সহিবার মত শক্তি, আমার মাঝে নেই।

6:- আমার একসাথে চলার পথ,
শেষ হয়ে গেছে সেই কবে।
আমি শুধু তাকিয়ে ছিলাম, মরিচিকার দিকে।
তুমি চলে যাও, তোমার নতুন পথের দিকে।
আমি চেয়ে থাকি নির্বাক নত মুখে।

7:- আবেগের কাছে আমি
স্বাথপর।
বিবেকের কাছে আমি
পরাজিত।
বাস্তবের কাছে আমি
সপ্নহীন।
জীবনের কাছে আমার সব অভিনয়।
আর আমার মাঝে আমি সিমাহীন নিঃস্ব একজন।

8:- অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই।
বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই।
হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে।
আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে!

9:-  আমি সেই পাখি, যার বাসা নেই।
আমি সেই আকাশ, যার বুকে চাঁদ নেই।
আমি সেই সাগর, যার তিরে পানি নেই।
আমি সেই মানুষ, যার একটা মন আছে,
কিন্তু বুঝার মতো কেউ নেই।

10:- এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে।
মনের কথা বুঝনা তুমি, মুখে বলি তাই।
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই।

11:- ঘৃনা আর ভালবাসার দুরত্ব বুঝি বেশী নয়।
মানুষের মনে, তারা পাশাপাশি দুটি পাখির মত বাস করে।একজনকে ডাক দিলে অন্য জনও ডেকে ওঠে।

12:- আমি সেই পাখি,যার বাসা নেই।আমি সেই আকাশ, যার বুকে চাঁদ নেই।
আমি সেই সাগর, যার তিরে পানি নেই।
আমি সেই মানুষ, যার এক টা মন আছে, কিন্তু বুঝার মতো কেউ নেই।

13:- আমি সেই পাখি,যার বাসা নেই।আমি সেই আকাশ, যার বুকে চাঁদ নেই।
আমি সেই সাগর, যার তিরে পানি নেই।
আমি সেই মানুষ, যার এক টা মন আছে, কিন্তু বুঝার মতো কেউ নেই।

14:- তুমি দৃষ্টি থেকে দূরে,মন থেকে নয়।
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয়।
আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয়।
আমি আমার থেকে দূরে,তোমার থেকে নয়।
আমি এখোনো তোমার পাশে ছায়ার মত আছি
এবং থাকব চিরদিন তোমার ফিরে আসার অপেক্ষায়।

15:- তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা,স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না।
হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে,কিন্তু আমারভালোবাসাকে ভুলতে পারবে না।
প্রতিটি মুহূর্ত তোমাকে স্মরন করিয়ে দিবে,নীরবে চোখের জল ফেলতে হবে, আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য।

16:- তাকেই ভালোবাসো, যার মন টা আগে কেউ একজন ভেঙ্গে ফেলেছে।
সে বুঝে মন ভাঙ্গার যন্ত্রণা কতোটা কষ্টময়।
যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো,
তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না ।

17:- জীবনে একটা দারুন স্বপ্ন ছিল, শুরু না হতেই ভেংঙ্গে গেল।
একটা আশার প্রদিপ ছিল, জ্বলতে গিয়েই নিবে গেল।
একটা প্রিয় মানুষ ছিল, পাওয়ার আগেই হারিয়ে গেল।

18:- যখন কেউ ভালোবাসার মানুষটার সাথে থাকে।
তখন সবারই খুব ভালোলাগে।
তখন কেউ এটা ভাবেনা যে, এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে।
আর রয়ে যাবে স্মৃতির পাতায়, যতদিন সে সাথে থাকবে,
এই স্মৃতি গুলো হাসাবে।
আর যখন সে থাকবে না, তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে।

19:- ভালবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে।
যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।

20:- পৃথীবিতে সবচেয়ে বেইমান হল সময়।
যা একবার গেলে আর ফিরে আসে না।
পৃথীবিতে সবচেয়ে স্বার্থপর হল সুখ।
যা হঠাৎ ভেসে আসা মেঘের মত এসে আবার চলে যায়।
পৃথীবিতে সবচেয়ে নিষ্ঠুর হল ভালবাসা।
যা শুধু হৃদয়ের রক্ত ক্ষরণের সাহায্য করে।
পৃথীবিতে সবচেয়ে আপন হল দুঃখ।
যা সব সময় জীবনকে আকরে ধরে রাখে।