নিজের খোঁজে নিজের পথে
সবাই খেতে চায় কিন্তু অল্পকিছু সংখ্যক মানুষই শিকার করতে ইচ্ছুক হয়
বিশ্বাস করো তোমার মন তোমাকে যেটা বলছে নাকি অন্যোরা যেটা তোমাকে বোঝাচ্ছে।
তুমি ততসময় এটা জানতেই পারবেনা যে তুমি কতটা ক্ষমতাশালী যত সময় তোমার ধৈর্যের সীমা টিকে তুমি আতিক্রম করবে ।
প্রত্যেকটি পরিবারে এমন একজন করে মনুষ থাকে বংশের পর বংশ ধরে চলে আসা দারিদ্রতার শিকল টিকে ছিঁড়ে ওই পরিবারকে অভাব মুক্ত করে , হতে পারে তোমার বংশে তুমিই সেই মানুষটি ।
দুনিয়াতে কেউই তোমাকে সাহায্য করবে না যত সময় না তুমি নিজেকে নিজে সাহায্য করতে রাজি হবে ।
আজ এমন কিছু কাজ করো যেটা অন্যেরা করছে না তবেই তুমি কাল এমন কিছু কাজ করতে পারবে যেটা অন্যরা করতে পারবে না ।
একটি সাধারন মানুষ যত বার চেষ্টা করে তার থেকেও বেশি বার চেষ্টা করতে গিয়ে ফেল হয়ে যায় একজন চ্যাম্পিয়ান ।
উসেন বোল্ড 4 বছর চেষ্টা করেছে 9 সেকেন্ড দেীড়ানোর জন্য কিছু কিছু মানুষ দুমাস চেষ্টা করে তারপর রেজাল্ট না আসলে গিভ আপ করে দেয় ।
তুমি যত বেশি ক্ষুধার্ত থাকবে তুমি তত তাড়াতাড়ি জিততে পারবে ।
তুমি তোমার জীবনের থেকে কোন কিছুই শিখতে পারবে না যত সময় তুমি এটা ভেবে বসে থাকবে যে তুমি সঠিক সব জায়গায় ।
ভিড়ের মধ্যে ঢুকে ভুল দিশাতে পথচলার থেকে এটা অনেক ভালো যে তুমি একাই পথ চলো ।
আমি আমার পরিবারের জন্য প্রার্থনা করি যে তারা ততদিন বেঁচে থাকুক যতদিন না আমি সফল হতে পারছি ।
যাতে আমি তাদেরকে ফিরিয়ে দিতে পারি সেই সুখ আর অনন্দগুলো যেগুলো আমার জন্য তারা একসময় বিসজন দিয়েছিল ।
জিবনের সবথেকে বড় দক্ষতা হল কোন কিছুতে হার না মেনে নেওয়া সেটার শেষ না দেখেই সেটাকে ছেড়ে দেওয়া ।
যদি তোমার স্বপ্ন অনেক বৃহৎ হয়ে থাকে তাহলে তাদের কথা কখনোই শুনোনা যারা ছোট ছোট চিন্তা ভাবনা করে ।
জিবনের প্রতিটি দিন একটি নূতন সুযোগ নিজেকে আরও একটু উন্নত করার ।
এই দুনিয়াতে সফলতা তুমি কখনোই পাবে না যত সময় না তুমি স্যাক্রিফাইস করবে ।
কখনোই ভয় পেয়ো না আরও একটা নুতন শুরু করতে, কারণ এবার তুমি শুরু করোছো সম্পূর্ণ 0 থেকে না এবার তুমি শুরু করছ তোমার অভিগতার সাথে ।
তোমার শান্ত মাইন্ড খুবই খতনাক একটি অস্ত তোমার সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে ।
মানুষ কখনোই এটা নিধারণ করতে পারে না তার ভবিষ্যৎ কেমন হবে তার ভবিষ্যৎ নিধারণ করে তার বতমান অভ্যাস গুলো ।
প্রত্যেকটি মানুষের সধ্যে এমন একটি শক্তি আছে যেটা একবার মুক্ত হয়ে গেলে যে কোনো লক্ষ্য, যে কোনো স্বপ্ন, যে কোন ইচ্ছাকে সে বাস্তব রুপ দিতে পারে ।।