প্রিয় পাঠকগন, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো 'মুনমুন ফেরদৌসী দীপ্তি' আপুর লেখা একটি প্রেমের কবিতা। আশা করি এই কবিতা টি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই রখম আরো ভালোবাসার কবিতা এবং প্রেমের কবিতা পেতে আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
কাব্যগ্রন্থের নাম : প্রণয় মাঝি।
কবিতার নামঃ বুনো ফুলের ভালোবাসা।
লিখেছেনঃ মুনমুন ফেরদৌসী দীপ্তি।
দূরে থেকে ভালোবাসা হয় যে আরো গভীর
বেদনার মরুভূমিতে তৃষ্ণার্ত
চোখ দুটো খোঁজে শতবার
প্রিয়তমর মুখখানি৷
স্মৃতিপটে জমে থাকা
আলিঙ্গনের সুখ অনুভূতি
তাড়া করে দিবাযামী৷
অধর ছুঁয়ে থাকে অধরে
অমৃত পানের নেশায় বুদ ছিলাম
সেদিন দুজনে।
দেহ ভেদ করে পুরো হৃদয়ে
তার অস্তিত্ব বলে যায়
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি;
কাছে দূরে যেথায় থাকি।
যদি ফিরে চাও এই প্রিয়তমার পানে
সাথে নিও বুনো ফুল,
চাই না গোলাপ কিংবা রজনীগন্ধা
ওতে থাকে না সুখের বার্তা৷
বুনো ফুল দিও আমায়,
আলতা পায়ে বুনো ফুলে সাজবো
ভালোবাসায় রাঙাতে তোমায়।
পারবে না তখন ফেলে যেতে;
বুনো ফুল দিয়ে বোনা মায়ায়
বেঁধে রাখবো তোমায়৷
নদীর ধারে ছোট্ট কুটিরে
দুজনে থাকবো ভালোবাসাবাসিতে৷
উপচে পড়া সুখে কাটিয়ে দেবো মোরা
জীবনের বাকিটা সময়।
ট্যাগসঃ ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা, রোমান্টিক কবিতা