এক টুকরো মেঘ তারপর এক পশলা বৃষ্টি
ভিজে চুপচুপে দু'জনে
শাড়ির আড়ালে উঁকি দেয়
তার ভালোবাসার হাতছানি
তার প্রতিটি আঙ্গুল ছুঁয়ে যায়
আমার ভেজা অধর
চোখে চোখ রেখে আমরা নিঃশ্বাস গুনি
নেশা ধরা ঐ চুলে টুপটুপ বৃষ্টি
বাক্স হাতে বন্দি করি জলের সৃষ্টি৷
ঘরের কপাটগুলো বন্ধ করে খুলে দেয়
আদিম জানালা দরজা আর এক আকাশ ছাদ
আধুনিক বস্ত্র খুলে নগ্ন পায়ে এগিয়ে আসে
দু'জন কপোত কপোতি
লালায় ভরিয়ে দেয় গোপন অঙ্গ
অভিসারে অজানা থাকে সভ্যতা।
ললাটের বিন্দু বিন্দু ঘাম
মাতাল হাওয়া প্রণয় খেলায় মেতে
এলোমেলো হয়ে যায় সবকিছু
ভূমিকম্প হয় প্রণয়ের ঝড়ে
তৃপ্তির হাসিতে ঝড় থামে এক সময়৷
কবিতার নামঃ ভাবনার প্রজাপতিগুলো
লিখেছেনঃ মুনমুন ফেরদৌসী দীপ্তি
আমার ভাবনার প্রজাপতিগুলো
ডানা মেলতে শুরু করেছে ৷
বিভিন্ন রং বেরং এর ডানা সেগুলো
লাল কিংবা নীল কিংবা বেগুনী৷
কোনোটা উড়ছে শিমুল গাছের তলে ,
কোনোটা নদীতে ভাসমান নৌকোর পাশে
আবার কোনোটা ঘরের নতুন দেয়ালে ৷
শিমুল গাছের তলে যেগুলো উড়েছে
ওরা মিষ্টি বাতাস এনেছে আমার জন্য !
যেগুলো নৌকোর পাশে ছিল
ওরা উপহার দিল চাঁদের আলো !
আর যারা ঘরের নতুন দেয়ালে ছিল
ওরা দু'হাত ভরে দিয়ে গেল ভরসার কথামালা !
এখন আমার ঘর ভর্তি উপহার
এগুলোকে সাজিয়ে রাখছি হৃদয়ের শোকেসে ৷
হঠাৎ একদিন নদীতে ভাসমান নৌকোর পাশে
যে প্রজাপতিগুলো ছিল
সেগুলো আমার কাছে এসে অশ্রু ঝরালো ,
নৌকোর মাঝি বলে ওদের ডানা কিনে নিতে চায় ৷
আমি বললাম বট গাছের কাছে যাও ,
বট গাছ তোমাকে দেবে কিছু ঝড়ো বাতাস
যেগুলো সে বন্দি করে রেখেছিল ৷
ঐ ঝড়ো বাতাস নিয়ে তুমি
নৌকোর লোভী মাঝিকে ডুবিয়ে মারবে ৷
ঘুমিয়ে ছিলাম হঠাৎ শিমুল গাছের তলের প্রজাপতিগুলো আমার ঘুম ভাঙালো ,
শিমুল গাছের মালিক বলে শিমুল গাছ কেটে
ওখানে ইট পাথরের দেয়াল তুলবে ৷
আমি বললাম তোমরা যাও মেঘের কাছে
মেঘ তোমাদের বৃষ্টি দেবে ,
সেই বৃষ্টি নিয়ে তোমরা ওখানে বৃষ্টি ঝরাবে ৷
এতটাই বৃষ্টি ঝরাবে যেন শিমুল গাছের মালিকের
ইট পাথরে গড়া মনটা ভিজে কাদামাটি হয় ৷
একদিন সাজতে বসেছি
চোখে তখন নীল কাজল পরছি ,
ঘরের নতুন দেয়ালের প্রজাপতিগুলো আমার
সুগন্ধী বোতলের পাশ দিয়ে উড়তে থাকলো !
আমি শুধালাম , তোমরা কী চাও ?
ওরা জানালো ওরা একটু বেড়াতে যেতে চায়
নীল আকাশটার নিচে যেখানে নীল সমুদ্রের ঢেউ
আছড়ে পড়তে চাইছে আমার মনের সুগন্ধিতে ,
সেখানে ওরা ডানা মেলে উড়বে
আর ভালোবাসার সুরে বাঁধবে আনন্দের গীত ৷
ওদেরকে বন্দি রাখার কোন শক্তি আমার নেই ৷
ওরা আমাকে সাথে নিয়ে সমুদ্রের
কিনারে দাঁড় করিয়ে দিল।
তারপর উড়ে উড়ে আমার জন্য নিয়ে এল
ভালোবাসার ঝিনুক , আনন্দ মেশানো মুক্তা ,
মন শীতলের রাশি রাশি জল ৷
এখন আমার মন ভর্তি উপহার
ঐশ্বর্যশালী হয়ে বাড়ি ফিরলাম আমি।
ট্যাগসঃ প্রেমের কবিতা, রোমান্টিক কবিতা, বাংলা কবিতা, রোমান্টিক প্রেমের কবিতা, প্রেমের কবিতা আবৃত্তি, একটি প্রেমের কবিতা, সেরা রোমান্টিক প্রেমের কবিতা, বাংলা কবিতা ক্যাপশন, বাংলা কবিতা প্রেমের ছন্দ, ভালোবাসার কবিতা ও প্রেমের ছন্দ, কবিতা এস এম এস, নতুন ভালোবাসার কবিতা