ভালোবাসার চিঠি, প্রেমের চিঠি, কষ্টের চিঠি, কষ্টের চিরকুট, প্রেমিকাকে লেখা কষ্টের চিঠি, প্রেমিকার কাছে শেষ চিঠি, কষ্টের কথা, ভালোবাসার চিরকুট।
মা বলতো আমি নাকি একটুতেই কেঁদে ফেলতাম। এখন আমার যত কষ্টই হোক আর কাঁদি না। সব কিছু সহ্য করতে শিখে গেছি। আগে বলতে তুমি আমাকে ছাড়া একটা মুহুর্ত থাকতে পারবে না। এখন বেশ ভালোই আছো। ভালো থাকাটাই স্বাভাবিক তাই নায় কি? কারণ আমি তো তোমার জীবন থেকে সরে গেছি। ভালো থাকো অনেক বেশি ভালো থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা। ভালো থাকুক আমার প্রিয় মানুষটা। আল্লাহর কাছে সব সময় এই দোয়াটায় করি।
কষ্টের চিঠি-২ঃ আমার ভালোবাসা, তুমি কেমন আছো? জানা কথা ভালো আছো, তবুও পাগলের মত জিজ্ঞেস করলাম। বিরক্ত করবো না। অনেক বিরক্ত করেছি তোমায়, হয়তো এখন থেকে আর করবো না। এমনও হতে পারে এই বিরক্তকর মানুষটিকে একদিন অনেক বেশি মিস করবে তুমি।
একদিন হয়তো মনে হবে, যদি মানুষটাকে আর একটু বেশি নিজের মত করে আরেকটু ভালোবাসতে পারতাম। হ্যাঁ ঠিকই, একদিন তুমি ভাববে আর আজকের আমি আর আগের মত নেই। অনেক বেশ কাঁদবে আর কষ্ট পাবে আমার থেকে বেশি। জানো আমি মারা গেছি। ভয় পেয়ো না। আমি বলতে আমার ভালোবাসা মারা গেছে। আর ভালোবাসা ছাড়া কি কোন মানুষ বাঁচতে পারে, সেটা কে তো মারা যাওয়াই বলে।
আচ্ছা আমাদের দুজনের মাঝে এইরকম দূরত্বটা কি হঠাৎ করে হয়েছে? নাহ। শুধু মাত্র কিছু ভুল আর অবহেলা জন্যই তৈরি হয়েছে। তাই বলে ভালোবাসার মানুষটাকে অবহেলা কররে নেই। আজ হয়তো কষ্টটা আমি পাচ্ছি, কিন্ত একদিন তুমিও পাবে। আর ভাববে কেন আমাকে কষ্ট দিলে। কিবত তখন অনেক দেরী হয়ে যাবে। ভালো। আর হ্যাঁ সৃষ্টিকর্তা কাছে সব সময় দোয়া করি আমার ভালোবাসার মানুষটা কে যেন সব সময় সুখে রাখে।
ট্যাগসঃ ভালোবাসার শেষ চিঠি, ইমোশনাল চিঠি, প্রেম বা বিরহের চিঠি, প্রেমিকার কাছে লেখা পেমিকের শেষ চিঠি।