ভাঙার আগে কোন না কোন লক্ষন অবশ্যই দেখা যায়। সমস্যাটা হলো যে আমাদের সেটা বোঝার মত নাতো মেন্টালিটি আছে। আর না ফিল করার জন্য সময় আছে। আর যার কারনে ব্রেকআপ হওয়ার পর একে অন্যকে দোষারোপ করি। অনেকেই ভেঙে পড়ি, আরো কত কাহিনি।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন ১০ টি প্রশ্ন করবো যার উত্তর আপনাকে মনে মনে মিলিয়ে নিতে হবে। এই দশটা প্রশ্নের মাঝে যদি পাঁচ থেকে ছয় টা প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝবেন যে আপনার রিলেশন বাঁচানোরর জন্য এখনো অনেক সময় আছে। যদি আপনি বাঁচাতে চান।
আর যদি বেশিরভাগ প্রশ্নের উত্তর'ই হ্যাঁ হয়। মানে আপনার মন যদি বলে যে হ্যাঁ, আমার সাথে এমন টাই হচ্ছে। তাহলে আমি বলবো আপনার সম্প্রর্ক ভেঙে যাবে। এটা আপনি আটকাতে পারবেন না। দুজনে পরামর্শ করে ওখান থেকে সরে আসাই ভালো।
১ নাম্বার প্রশ্নঃ আই লাভ ইউ বলা বা শোনা এখন আপনার কাছে শুধু মুখস্ত একটা বুলির মত লাগে। যার প্রতি আগের মত ফিলিংসটা আর আসে না। আপনার সাথে কি এমন টা হচ্ছে?
২ নাম্বার প্রশ্নঃ বিশেষ বিশেষ দিন গুলোর কথা আগে আপনার খুব মনে থাকতো। কিন্ত এখন আর সেগুলো নিয়ে কোন মাথা ব্যথা হয় না বা মনেই থাকে না। আপনার সাথে কি এমনটা হচ্ছে?
৩ নাম্বার প্রশ্নঃ আগে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। কিন্ত এখন আর কথা বলার মত কোন টপিক খুঁজে পান না। যে কি নিয়ে কথা বলবেন। আপনার সাথেও কি এমনটা হচ্ছে।
৪ নাম্বার প্রশ্নঃ তার চাইতে আপনার বন্ধু - বান্ধবের সাথে সময় কাটাতে বেশি ভালোলাগে যা আগে হতো না। আপনার সাথে এমনটা হচ্ছে না তো?
৫ নাম্বার প্রশ্নঃ বিনা কারনে ছোটখাটো ব্যাপার নিয়ে প্রাই ঝগড়া হচ্ছে। আপনাদেরও কি এমনটা হয়।
৬ নাম্বার প্রশ্নঃ এখন ঝগড়া হলে নিজে থেকে সরি বলতে ইচ্ছে করে না। এমনকি সে যদি সরি বলে তবুও সেটা গায়ে লাগে না। আপনার সাথেও কি এমনটা হচ্ছে?
৭ নাম্বার প্রশ্নঃ ইদানীং প্রায়ই হিসেব করেন, যে তার পিছনে আপনার কত টাকা খরচ হলো। যে হিসাবটা রিলেশনের শুরুতে কখনোই ছিলো না। আপনিও কি এমনটা করছেন?
৮ নাম্বার প্রশ্নঃ নিজের কাছের মানুষ, ফ্রেন্ডস এদের সাথে তাকে আর আলাপ করাতে তেমন আগ্রহী হন না। মনে হয় দূর পরে আলাপ করাবোনে এখন গোপনেই থাক। আপনার সাথেও কি এমনটা হচ্ছে?
৯ নাম্বার প্রশ্নঃ ফোন করে কেমন আছো, খেয়েছো কিনা, এই গুলোর বাইরে কোন কথা বলার মত আপনার ইচ্ছে হয় না। বা বলার মাঝেও কোনো ফিলিংস থাকে না, না বললে রাগ হবে এজন্য বলেন। আপনার সাথেও কি এমনটা হচ্ছে?
১০ নাম্বার প্রশ্নঃ প্রয়োজন ছাড়া তার কথা বলা, দেখা করা বা সময় কাটানোর ইচ্ছা হয় না। আপনার সাথেও কি এমনটা হচ্ছে?
বন্ধুরা আমি আপনাদের আবারো বলছি যে আমি যে প্রশ্নগুলো করলাম সেগুলোর উত্তর হ্যাঁ হবে নাকি না হবে, সেটা আপনি মনে মনে ভাবুন। যদি বেশির ভাগ প্রশ্নের উত্তর হ্যাঁ হয়। তাহলে আপনার রিলেশনশিপ ভেঙে ফেলাই উচিৎ দুজনে পরামর্শ করে। আর যদি কম অর্ধেক হ্যাঁ হয় তাহলে বুঝবেন যে আপনার রিলেশন বাঁচানোর জন্য এখনো সময় আছে।