ভালোবেসে মনের অন্ধকার ঘরে প্রদীপ জেলে দিও, পৃথিবীর সকল ভালোবাসা দিয়ে আমায় আপন করে নিও।
তোমার হাসি চাঁদ রুপসী মুক্তা ঝরা বো, শুনে আমার পরান ভরে বাজাও প্রেমের ডোল। ভুল হয়ে যায় বারেবারে তোমায় যখন ভাবি, মানুষ নাকি পরী তুমি নাকি আঁকা ছবি। ভ্রমর কালো চুলের বাহার বাতাসেতে উরে, তোমার রূপের কানাঘুষা যুবক পাড়া ঘুরে।
ও মেয়ে তুই এমন করে হাসিস কেমনে বল, তোর সাথে আজ দূর অজানায় হারিয়ে যাবো চল। তুই যে আমার মন কেড়েছিস রাখিস নাকি খোঁজ, তোর ভাবনায় দরগা তলায় মানত করি রোজ।
মনের কথা বুঝিস না তুই এমন আলাভোলা,
আমার মনে যে শুধু দিয়ে যাচ্ছিস দোলা।
ইচ্ছে করে আলতো করে একটুখানি ছুই, আবার ভাবি ছুইলে পরে উধাও হবি তুই। তাইতো তোকে বুকে রাখি পোষা ময়না পাখি, কল্পনাতে তোকে নিয়ে প্রেমের ছবি আঁকি।
ভালোবাসি হয়নি বলা লাজ শরমে মরি, চোখের ভাষায় মনের কথা আমি প্রকাশ করি। চোখের ভাষা পড়তে হলে চোখের প্রয়োজন, মনের কথা বুঝতে হলে লাগে সুন্দর মন।
ভালোবাসা আদান প্রদান মনে মনে হয়,
মনের সাথে মন মিশলেই ভালোবাসা কয়।
কতো আশা কতো যতন কতো স্বপ্ন নিয়ে,
ভালোবাসার ভুবন সাজাই প্রেমের আবীর দিয়ে।
আমার পরাণ বাধা আছে তোমার মনের ঘাটে, তোমার ভালবাসায় বেসে যাবো যা থাকে মোর লাটে।
আমার মনের যত কথা দিলাম তোমায় বলে, ভালোবাসো নাই বা বাসো যাব না তো তোমায় ভুলে।
তোমার প্রেমের রাজ্যে আমি হবো না হয় প্রজা, ভালোবাসার অপরাধে দিও আমায় সাজা।
আমার জীবন রঙিন হবে তোমায় যদি পাই,
তোমায় নিয়ে দিবানিশি স্বপ্ন দেখে যাই।
চুলের খোঁপায় থাকবো বাধা অনুমতি পেলে সাত সমুদ্র পাড়ি দিবো তুমি রাজি হলে।
তোমার রূপের ঝলক দেখে হার মেনেছে চাঁদ, তোমায় নিয়ে ঘর সাজাবো মনে জাগলো সাধ।
বাঁকা চাঁদের হাসি ঠোঁটে, ভ্রমর কালো কেশ, এলে বুঝি ছেড়ে তুমি সবুজ পরীর দেশ।
চোখ দুটি তোর মায়া হরিণ মনোহারেনী, তোকে পেয়ে আনন্দিত হলো এই ধরণী।
ও মেয়ে তোর চিড়ল দাঁতের পটল ছেঁড়া হাসি,
হাসি তে তো মুক্ত ঝরে আমি ভিষন ভালোবাসি।
ট্যাগসঃ ভালোবাসার ছন্দ, প্রেমের ছন্দ , রোমান্টিক ছন্দ, ভালোবাসার কবিতা , ভালোবাসার এস এম এস, ভালোবাসার কথা, রোমান্টিক কথা, প্রেমের রোমান্টিক কথা, নতুন ছন্দ।