ভালোবাসার কষ্টের কথা - koster kotha bangla

হাই বন্ধুরা আমি আপনাদের জন্য আজ কিছু ভালোবাসার কষ্টের কথা, আবেগি মনের কষ্টের কথা, ভালোবাসার দুঃখের কথা, এবং কষ্টের জীবন নিয়ে কিছু কথা নিয়ে হাজির হলাম। আশা করি কষ্টের কথা গুলো আপনাদের ভালোলাগবে। ধন্যবাদ

image credit: pixabay.com
কষ্টের কথা ঃ ১

কষ্ট গুলো দারুণ একটা শক্তি আছে। কষ্টরা খুব সাত্ব বাজ যাকে একবার ঘিরে ধরবে থাকে আর ছেড়ে যাবে না। পেমিকা বা কাছের মানুষ আপনাকে ছেড়ে গেলেও কষ্ট আপনাকে ছাড়বে না। এটাই কষ্টের দারুণ শক্তি একবার ভেবে দেখুন কত মানুষই তো আপনাকে ছেড়ে চলে গেছে বাবা, ভাই, বোন, মা, বন্ধু এবং আত্বিয় এমনকি কারো কারো বউ। সবাই ছেড়ে যায়। কিন্ত কষ্ট আপনাকে কোন দিন ত্যাগ করবে না। মৃত্যুর পূর্ব পযন্ত আপনার সাথি হবে। দুনিয়ার রিতি এটা যেটা আমরা চাই না সেটাই আমাদের কাছে আসে আর যেটা চাই সেটা কোন দিন ধরা দেয় না। আর কষ্ট নামক জিনিশটা যেকো সময় জন্ম নিতে পারে।দেখবেন আপনার ভালোর জন্য যেটা আপনি করবেন। সেটা পেছনে কেউনা কেউ বাধা দিবে। আর সেই বাধার জন্য আপনি আবার কষ্টে পতিত হবেন। কষ্টটি আসলে কোন সংজ্ঞায় বাধা যায় না। সুখ যেমন ক্ষণস্থায়ী, আর কষ্ট তেমন চিরস্থায়ী কারো কারো জীবনে। কষ্ট গুলো নিজেই জানে না কষ্টের যন্ত্রণা কতটুকু। যদি জানতো তাহলে কষ্ট কিছুটা হলেও মায়া দয়া দেখাতো। কষ্ট হল অন্ধ, বোবা, বধি শুধু মানুষ তার আপন করতে জানে। জানে যে মানুষ টাকে আপন করে নেওয়ার পর কি যন্ত্রণা হয়। কারণ কষ্টরা অন্ধ, বোবা, আর বধি।


image credit: pixabay.com
কষ্টের কথা ঃ ২

আমি না দেখা আগুনে আর পুরতে চাইনা। পুড়তে পুড়তে চাই হয়ে গেলাম আর কত? এবার তুই আগনে কাট দেওয়া বন্ধ কর। দম বন্ধ হয়ে আসছে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চিৎকার করে খোলা আকাশে নিছে কাদতে ইচ্ছে করছে কিন্ত আমি তা পারছিনা। কেন ভালোবভাসেছিলাম তোমাকে, একটু ভালো থাকতে ছেয়েছিলাম তোমার সাথে। বড্ড অপরাধ করে ফেলেছিলাম, তাই না? কোথায় যেন আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এক অন্ধকার সমুদ্রে সাতরে বেড়াচ্ছি। একটু আলোর খুজ করছি, পাচ্ছি না কোথাও। কাউকে ভালোবাসলে না পাওয়ার বেদনা এত তীব্র এত কষ্ট হতে পারে আমার তা জানা ছিলোনা। যদি আমি জানতাম তাহলে কোনদিন আর ভালোবাসতাম না।  কোন উপায় নেই এই অপ্রকাশিত যিন্ত্রনা থেকে রেহাই পাবার। কি করলে এই আমার এই অসহ্য যন্ত্রনা থেকে রেহাই মিলবে একটু বলে দিবে? তুমি তো বেস ভালোই আছো। থাকবে না কেন! ভালো তো আর তুমি বাসো না, ভালোবেসেছিলাম আমি একা। তাই এই আগুনে আমি একাই জলে পুরে চায় হয়ে গেছি। জানি সৃষ্টিকর্তার সাথে আমার কি এমন শত্রুতা ছিলো? নাকি তার কাছে আমার ফরিয়াদ গুলো পৌছায়নি। সেই রাস্তায় বোধয় কোথাও কোন বাধা সৃষ্টি হয়ে আছে। আমি সত্যিই জানি না, খুব জানতে ইচ্ছে করে এত আরজি এত ফরিয়াদ করার পরও কেন পাই না আমি তোমাকে,। নিরউপায় হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। মুক্তি চাই আমি এই অসহ্য টুকু যন্ত্রণা থেকে, এই না পাওয়ার কষ্ট থেকে। আর ভালোবাসতে চাইনা তোমাকে। ভালোবেসে আজ আমি ভালো নেই, প্রতিনিয়ত আমি শেষ হয়ে যাচ্ছি। একটা রাত শান্তিময় ঘুম চাই আমি। জেগে থেকে আর কষ্ট গুলোকে বারাতে চাই না। ভালো থাকতে চাই আমি। ভুলে যেতে চাই প্রাক্তনের কিছু স্মৃতি। সৃষ্টিকর্তার কাছে সব সময় দোয়া করি যে তোকে ভালো রাখে।

ট্যাগসঃ ভালোবাসার কষ্টের কথা, কষ্টের কথা, কষ্টের কবিতা, আবগের কথা।